Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঘুরতে গিয়েছিল, হোমে ফিরে জানাল বালক

বৃহস্পতিবার রাতেই শিয়ালদহ স্টেশন থেকে বছর দশের ওই দুই বালককে উদ্ধার করে বারাসত থানার পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০১:৫৪
Share: Save:

কলকাতা দেখতে ইচ্ছে হওয়ায় নেহাতই ঘুরতে গিয়েছিল তারা, হোমে ফিরে আসার পরে এমনই জানাল নিখোঁজ হয়ে যাওয়া প্রতিবন্ধী বালক। গত বৃহস্পতিবার সকালে বাঙুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস থেকে নিখোঁজ হয়ে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ফরিদপুরের একটি হোমের দুই আবাসিক বালক উমেশ মান্ডি এবং শুভজিৎ পড়ুয়া। বৃহস্পতিবার রাতেই শিয়ালদহ স্টেশন থেকে বছর দশের ওই দুই বালককে উদ্ধার করে বারাসত থানার পুলিশ।
তারা পালিয়ে গিয়েছিল কি না জানতে চাওয়া হলে উমেশ বলে, ‘‘আগে কলকাতায় থাকতাম। শহর দেখার ইচ্ছে হওয়ায় একটু ঘুরতে গিয়েছিলাম।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার উমেশ ও শুভজিৎ দু’জনেই স্কুলের পোশাক পরে ছিল। স্কুলের শার্টের পকেটের উপরে লাগানো ছিল স্কুলের নাম এবং ঠিকানা লেখা লোগো। সেই লোগো দেখেই পুলিশ বুঝতে পারে, তারা পূর্ব মেদিনীপুরের একটি হোমের স্কুলে পড়ে। তবে ওই দুই বালক তাদের হোমের ফোন নম্বর জানাতে পারেনি। বারাসত থানার স্থানীয় অন্য একটি হোমের সঙ্গে যোগাযোগ করে পুলিশ হোমের ফোন নম্বর জোগাড় করে। ফোনেই হোম কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানায় পুলিশ।

উমেশ ও শুভজিৎ দু’জনেই দ্বিতীয় শ্রেণির ছাত্র। বাবা-মা মারা যাওয়ার পরে ২০১২ সালে ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’-র মাধ্যমে এই হোমে আসে শুভজিৎ।
উমেশের বাবার মৃত্যুর পরে মা তাকে নিয়ে কলকাতায় চলে আসেন। সেখানে একটি হোটেলে কাজ করতেন তিনি। পরে মায়েরও মৃত্যু হলে ওই হোটেলের এক কর্মী উমেশকে হোমে দিয়ে যান।

গত ২৫ জানুয়ারি হোমের পাঁচ জন বালককে চিকিৎসার জন্য বাঙুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস নিয়ে যাওয়া হয়েছিল। উমেশ ও শুভজিৎ ছাড়াও গণেশ, রাজা ও সোহেলকেও কলকাতা নিয়ে গিয়েছিলেন হোমের কাউন্সিলর শুভব্রত পাল ও প্যারা মেডিক্যাল স্টাফ অনিমেষ গিরি। শুভব্রতবাবু বলেন, “উমেশ ও শুভজিৎকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। তাদের একটু অপেক্ষা করতে বলে বাকি তিন জনকে নিয়ে ডাক্তারের কাছে যাই। সকাল সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে এসে দেখি দু’জন উধাও।’’ তাঁর কথায়, ‘‘সন্ধ্যা ৬টা পর্যন্ত হন্যে হয়ে খুঁজেও ওদের সন্ধান না মেলায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করি।’’

শনিবার ওই হোমে গিয়ে দেখা যায় উমেশ ও শুভজিৎ অন্য ছেলেদের সঙ্গে দিব্যি ক্লাস করছে। ‘বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন’ পরিচালিত ওই হোমের অধ্যক্ষ তাপস জানা বলেন, “কলকাতার হোটেলে থাকার ঘটনাটা উমেশ জানে। তাই ওরা আমাদের জানিয়েছে, তারা দু’জনে কলকাতা দেখতে বেরিয়েছিল।’’ তাঁর কথায়, ‘‘ওরা কোনও দিন হোম থেকে পালানোর চেষ্টা করেনি। ছোট ছেলে ভুল করতেই পারে। মনের উপরে চাপ পড়বে ভেবে ওদের বেশি কিছু জিজ্ঞাসা করা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE