Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal

Massacre: গত দু’দশকে বাংলায় মোট ৯১ জন বলি গণহত্যার, ফিরে দেখল আনন্দবাজার অনলাইন

রাজনৈতিক বিরোধের জেরে নির্বিচারে খুন আর রক্তস্নানের জন্য গত অর্ধ শতকে বিভিন্ন সময়েই খবরের শিরোনামে এসেছে পশ্চিমবঙ্গের নানা এলাকা।

গত দু’দশকে বাংলায় গণহত্যার বলি মোট ৯১ জন।

গত দু’দশকে বাংলায় গণহত্যার বলি মোট ৯১ জন। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১৬:০৯
Share: Save:

রাজনৈতিক বিরোধের জেরে নির্বিচারে খুন আর রক্তস্নানের জন্য গত অর্ধ শতকে বিভিন্ন সময়েই খবরের শিরোনামে এসেছে পশ্চিমবঙ্গের নানা এলাকা। বস্তুত, রাজ্যে ৭০-এর দশকেরই সূচনা হয়েছিল এমন হিংসা ও গণহত্যার রাজনীতির ধারার। পরবর্তী সময়েও তার অন্যথা হয়নি।

একুশ শতকে নন্দীগ্রামের ধারাবাহিক হিংসাপর্ব আর দু’দফায় গণহত্যার ঘটনা নজর কেড়েছিল আন্তর্জাতিক মহলেরও। তার কয়েক বছর আগে বীরভূমের নানুরও সাক্ষী হয় রাজনৈতিক হিংসার। সেই তালিকায়ই নতুন সংযোজন বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বগটুই গ্রাম। আনন্দবাজার অনলাইন দেখে নিল গত ২২ বছরে এমনই কয়েকটি ভয়াবহ রাজনৈতিক গণহত্যার ঘটনা।

আনন্দবাজার অনলাইন দেখে নিল গত ২২ বছরে এমনই কয়েকটি ভয়াবহ রাজনৈতিক গণহত্যার ঘটনা।

আনন্দবাজার অনলাইন দেখে নিল গত ২২ বছরে এমনই কয়েকটি ভয়াবহ রাজনৈতিক গণহত্যার ঘটনা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Politics Massacre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE