E-Paper

খসড়ার আগে তৃণমূল দেখছে ‘যৌথ ষড়যন্ত্র’, ‘সবে সকাল’ বিজেপির

রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগের দিন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে এই তরজায় উত্তাপ ছড়াল রাজনীতিতে। দুই কোটি ভোটারের শুনানির সম্ভাবনাকে ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করেছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৮

—প্রতীকী চিত্র।

তৃণমূল কংগ্রেস বলছে, যৌথ ষড়যন্ত্র। আর বিজেপির খোঁচা, সবে তো শুরু।

রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগের দিন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে এই তরজায় উত্তাপ ছড়াল রাজনীতিতে। দুই কোটি ভোটারের শুনানির সম্ভাবনাকে ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করেছে তৃণমূল। দলের তরফে সোমবার সমাজমাধ্যমে বলা হয়েছে, ‘বিজেপি ও নির্বাচন কমিশন মিলিত ভাবে দু’কোটি ভোটারকে শুনানিতে নিয়ে যাচ্ছে। প্রত্যেকের অধিকার রক্ষা করা হবে। কোনও ষড়যন্ত্র চলবে না’।

প্রাথমিক পর্বেই এই রকম অভিযোগ করায় শাসক দল তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন বলেছেন, ‘‘সবে তো সকাল! সবে ব্রেকফাস্ট হবে। তার পরে লাঞ্চ হবে, বিকেলে চা খাবে, তার পরে ডিনার।’’ আগে ধারাবাহিক ভাবে এক কোটি ভোটার বাদ পড়ার সম্ভাবনার কথা বললেও এ দিন অবশ্য সংখ্যা নিয়ে নতুন করে মন্তব্য করতে চাননি তিনি। বিরোধী নেতার কথায়, ‘‘সংখ্যা বেরোক। ১৪ ফেব্রুয়ারি কথা বলব।’’ কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।

রাজনৈতিক দলের এই চাপানউতোরের পাশাপাশি দু’টি মৃত্যুর ঘটনা ঘিরে এসআইআর-আতঙ্কের অভিযোগ ফের সামনে এসেছে। দুর্গাপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন রোডে ডিভিসি কলোনির বাড়ি থেকে এ দিন সুবর্ণা গুঁই দত্ত (৩৭) নামে এক মহিলার দেহ মিলেছে। দমদমের নাগেরবাজারের বাসিন্দা সুবর্ণার বিয়ে হয়েছিল দুর্গাপুরে ডিভিসির কর্মী রঞ্জিত গুঁইয়ের সঙ্গে। তাঁদের একটি সাত বছরের মেয়ে রয়েছে। পরিবারের দাবি, বাবা-মায়ের নাম ২০০২-এর ভোটার তালিকায় নেই জেনে কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন সুবর্ণা। তাঁর স্বামী বলেন, ‘‘সমাজমাধ্যমে নানা আলোচনা দেখে নাগরিকত্ব চলে যাওয়া নিয়ে চিন্তা করত।’’ অন্য দিকে, জালালউদ্দিন শেখ (৭৫) নামে বহরমপুরের সাহাজাদপুর এলাকার এক বাসিন্দার মৃত্যু হয়েছে রবিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানকার মর্গে এ দিন মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, জালালউদ্দিনকে নিয়ে মুর্শিদাবাদ এসআইআর-আতঙ্কে ৭ জনের মৃত্যু হল। এসআইআরের কাজের চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে খড়গ্রামের বুথ স্তরের এক আধিকারিকের মৃত্যু হয়েছিল। জালালউদ্দিনের মৃত্যু প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ অবশ্য বলেন, ‘‘আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে কেউ এই ধরনের অভিযোগ করেনি।’’ তবে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের দাবি, ‘‘এসআইআর-আতঙ্কে ফের মুর্শিদাবাদের আরও এক জনকে আমরা হারালাম। খসড়া তালিকার পরে আরও কত জনকে যে প্রাণ হারাতে হবে, আমরা জানি না! এই মৃত্যুর দায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিতে হবে।’’

খসড়া তালিকার পরে শুরু হবে শুনানি-পর্ব। সমাজমাধ্যমে তৃণমূল বলেছে, ‘২০০২ সালের ভোটার তালিকায় রহস্যজনক ভাবে মিল না-থাকায় ৩০ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। আরও এক কোটি ৬০ লক্ষ ভোটারের আবেদন ‘ভুল’ বা ‘অসমর্থিত’ বলা হচ্ছে।’ বাঙালির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে ভীতির সঞ্চার তৈরি করে গণহারে নাম বাদ দেওয়ার রাস্তা তৈরি হচ্ছে’! সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়া উচিত। কিন্তু আবার বলছি, বৈধ ভোটারের নাম বাদ যাওয়া বা কাগজপত্রের নামে বৈধ, সাধারণ নাগরিককে হেনস্থা মেনে নেওয়া যাবে না। শুনানি-পর্বে মানুষকে আমাদের দলের তরফে সব রকম সহযোগিতা করা হবে।’’

আসন্ন শুনানি প্রক্রিয়াতেও গণনা-পত্র বিলি ও সংগ্রহ পর্বের মতোই সাংগঠনিক পাহারা রাখার প্রস্তুতি নিয়েছে তৃণমূল। প্রতিটি আবেদনের শুনানিতে দলের মনোনীত প্রতিনিধির ‘উপস্থিতি’ নিশ্চিত করতে চাইছে তারা। কমিশন খসড়া তালিকা প্রকাশ করলেই শুনানিতে ডাক পাওয়া ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা করতে তিন স্তরে দল তৈরি করে রাখছে তারা। এই কাজে সর্বোচ্চ প্রযুক্তি সহয়তার ব্যবস্থা করছে দলের পরামর্শদাতা সংস্থা। প্রাথমিক ভাবে দলীয় নেতৃত্বের ধারণা, বিএলও-দের অ্যাপের মাধ্যমে শুনানিতে ডাকতে আরও দিন দুই লেগে যাবে। দলের তরফেও সেই সময়েই সম্ভাবন্য শুনানির জন্য সহযোগিতার প্রস্তুতি শেষ হয়ে যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SIR Special Intensive Revision West Bengal SIR Death Case

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy