দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণ-কাণ্ড সামনে আসার পরে থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে লাগাতার সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষিতে এ বার ন্যায়-বিচারের দাবিকে সামনে রেখে আগামী ১০ জুলাই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার অভিযানের ডাক দিল প্রদেশ কংগ্রেস। ওই দিন দুপুর ১টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করে ‘লালবাজার চলো’র ডাক দিয়েছে কংগ্রেস।
দলের রাজ্য দফতর বিধান ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার বলেছেন, “আর জি কর-কাণ্ড থেকে সরকার শিক্ষা নেয়নি। অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেল আইন কলেজে। পুলিশ জানত, অভিযুক্তের অতীত-অপরাধের কথা। আইন প্রয়োগে পুলিশের দুর্বলতা থাকলে সমাজকে কে রক্ষা করবে? পুলিশের একাংশ শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।” এই সূত্রেই নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনা উল্লেখ করেও পুলিশের সক্রিয়তা এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)