Advertisement
১৫ ফেব্রুয়ারি ২০২৫
Abhijit Mukherjee

প্রণব-পুত্রকে ‘ঘরে’ ফেরাতে চায় কংগ্রেস

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কিছু দিন আগে দিল্লিতে তাঁকে দেখা গিয়েছিল এআইসিসি-র সদর দফতরে।

অভিজিৎ মুখোপাধ্যায়।

অভিজিৎ মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৯
Share: Save:

কংগ্রেসে ফিরতে পারেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। সব ঠিকমতো এগোলে কলকাতায় এআইসিসি-র পর্যবেক্ষকের উপস্থিতিতে পুরনো দলে ফের যোগ দিতে পারেন তিনি। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কিছু দিন আগে দিল্লিতে তাঁকে দেখা গিয়েছিল এআইসিসি-র সদর দফতরে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের সাক্ষাৎপ্রার্থী ছিলেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসে ফিরে তিনি কাজ করতে ইচ্ছুক, এই বার্তাই তিনি দিয়েছেন। প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যখন নানা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় পঞ্চমুখ, সেই সময়ে প্রণব-পুত্রকে দলে ফিরিয়ে পাল্টা বার্তা দিতে চাইছে এআইসিসি-ও। বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের কলকাতায় আসার দিনক্ষণ ঠিক বলে বাকি বিষয় চূড়ান্ত হতে পারে, এমনই ইঙ্গিত মিলছে কংগ্রেস সূত্রে।

অন্য বিষয়গুলি:

Congress pranab mukherjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy