কংগ্রেসে ফিরতে পারেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। সব ঠিকমতো এগোলে কলকাতায় এআইসিসি-র পর্যবেক্ষকের উপস্থিতিতে পুরনো দলে ফের যোগ দিতে পারেন তিনি। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কিছু দিন আগে দিল্লিতে তাঁকে দেখা গিয়েছিল এআইসিসি-র সদর দফতরে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের সাক্ষাৎপ্রার্থী ছিলেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসে ফিরে তিনি কাজ করতে ইচ্ছুক, এই বার্তাই তিনি দিয়েছেন। প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যখন নানা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় পঞ্চমুখ, সেই সময়ে প্রণব-পুত্রকে দলে ফিরিয়ে পাল্টা বার্তা দিতে চাইছে এআইসিসি-ও। বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের কলকাতায় আসার দিনক্ষণ ঠিক বলে বাকি বিষয় চূড়ান্ত হতে পারে, এমনই ইঙ্গিত মিলছে কংগ্রেস সূত্রে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)