বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বেড়ে গেল মদের দাম। কার্যকর হল নতুন শুল্ক। পশ্চিমবঙ্গের আবগারি দফতর জানিয়েছে, বিয়ার ছাড়া দেশি ও বিদেশি সব ধরনের মদের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন নীতি অনুসারে ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলের দাম ৩০–৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৮০ মিলিলিটার প্যাকেটের দাম বেড়েছে ১০ টাকা। দেশি মদের প্যাকেট কিনতে গেলেও অতিরিক্ত প্রায় ১০ টাকা করে গুনতে হবে।
আবগারি দফতর নির্দেশ দিয়েছিল, বিক্রেতাদের কাছে পানীয়ের যে মজুত ছিল, তা ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে বিক্রি করে ফেলতে হবে। আগে মজুত থাকা পানীয়-সহ নতুন পণ্য ১ ডিসেম্বর থেকে নতুন দামেই বিক্রি করতে হবে। প্রতিটি বোতলে নতুন মূল্যের স্টিকার লাগাতে হবে। পুরনো দামে পানীয় বিক্রি করা চলবে না। কোনও বিক্রেতা তা করতে গিয়ে ধরা পড়লে তাঁর জরিমানা বা লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ করা হবে।
কেন বৃদ্ধি করা হল মদের দাম? কেউ কেউ মনে করছেন, আবগারি রাজস্ব বাড়াতেই ভোটমুখী বাংলায় এই পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই দাম বৃদ্ধির মাধ্যমে রাজ্যের ভাঁড়ারে ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকদের একাংশ। রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, রাজস্ব বৃদ্ধি করে যে টাকা আসবে রাজ্যের কাছে, তা উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ করা হতে পারে। আগামী বছর ভোটের আগে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করবে রাজ্য সরকার। তখনই এই বরাদ্দের কথা ঘোষণা করা হতে পারে। আর সেই জন্যই রাজ্যে দাম বৃদ্ধি করা হয়েছে মদের।