নম্বর দেওয়া এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গিয়েছে। প্রাথমিক টেট মামলায় আদালতে নিজেদের ‘ত্রুটি’ স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালত নির্দেশ দেয়, মামলাকারীদের তিন দিনের মধ্যে ইন্টারভিউ নিতে হবে। এর পরই বোর্ডের আইনজীবী আদালতে জানান, মামলকারীদের তিন দিনের মধ্যে ইন্টারভিউয়ে ডাকা হবে।
বৃহস্পতিবার মামলাটি বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওঠে। তখন তিনি পর্ষদকে নির্দেশ দেন, নিয়োগ নিয়ে যাঁদের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। শুধু তাই নয়, একটি নতুন পোর্টাল তৈরি করতে হবে পর্ষদকে। সেখানে অভিযোগ জানাতে পারবেন পরীক্ষার্থীরা। ১৫ দিনের মধ্যে যে সব অভিযোগ জমা পড়বে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।