পাঁচ দফা দাবিতে চলতি মাসের তিন দিন বেসরকারি বাস পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বাস মালিকেরা। তাঁদের দাবি, বর্তমানে বেসরকারি যাত্রী পরিবহণ ব্যবস্থায় বেশ কিছু গলদ রয়েছে। সঙ্গে রয়েছে পুলিশি জুলুম, ইচ্ছামতো টোল ট্যাক্স আদায় করা, ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ নানা সমস্যা। এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, আগামী ২০ মে’র মধ্যে আবেদনে সাড়া না দিলে চলতি মাসের ২২, ২৩ এবং ২৪ তারিখ বন্ধ করে দেওয়া হবে বেসরকারি বাস পরিষেবা।
আরও পড়ুন:
পাঁচটি বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মঞ্চ ‘বেসরকারি যাত্রী পরিবহণ বাঁচাও কমিটি’র তরফে মুখ্যমন্ত্রীকে ওই বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজ়িয়ন বাস অ্যাসোসিয়েশন। পাঁচ সংগঠনের তরফে যৌথ ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাস মালিকদের দাবি, আগামী ২০ তারিখের মধ্যে এ নিয়ে সদর্থক পদক্ষেপ করতে হবে রাজ্যকে। অন্যথায় ৭২ ঘণ্টার জন্য শহরে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা বন্ধ রাখা হবে। এ বিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য অপেক্ষা করব। তিনি যদি সদর্থক পদক্ষেপ না করেন, তা হলে আমরা আমাদের ঘোষিত সিদ্ধান্তে যাব।’’