Advertisement
E-Paper

সেলুনে বন্দুকবাহিনী, প্রোমোটারকে খুন, আতঙ্কে মধ্যমগ্রাম

এলাকায় প্রোমোটার হিসেবে নামডাক আছে গৌতমবাবুর। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৩
সেলুনে ঢুকে প্রোমোটারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। প্রতীকী ছবি।

সেলুনে ঢুকে প্রোমোটারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। প্রতীকী ছবি।

সেলুনে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়ে মুড়ি মুড়কির মতো বোমা ছুড়তে ছুড়তে চম্পট দিল এক দল দুষ্কৃতী। শুক্রবার সকালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ মধ্যমগ্রামের উদয়রাজপুরে একটি সেলুনে ঢুকে গুলি ছুড়তে শুরু করে জনা বারো দুষ্কৃতী। গৌতম দে সরকার নামে বছর একান্নর এক ব্যক্তিকে লক্ষ্য করেই গুলি চালাতে শুরু করে তারা। পর পর দশ রাউন্ড গুলি চলে। বেশ কয়েকটি গুলি লাগে গৌতমবাবুর গায়ে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই পরে মারা যান তিনি।

এলাকায় প্রোমোটার হিসেবে নামডাক ছিল গৌতমবাবুর। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এ দিন সকালে পাড়ারই একটি সেলুনে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন:

তাপসের জামিন, নীরব রইল দল

আমরা নব্য জেএমবি, দাবি ধৃত দুই যুবকের

প্রত্যক্ষদর্শীদের কথায়, চারটি বাইকে করে বারো জন লোক সেলুনে ঢোকে। প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। সেলুনে ঢুকে পর পর গুলি ছুড়তে শুরু করে তারা। ফেরার সময়, এলোপাথারি গুলি এবং বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে তারা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটিং নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। কোনও পুরনো শত্রুতার জেরেই গৌতমবাবুর উপর হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ।

Madhyamgram Gunshot Miscreants Crime Groupclash মধ্যমগ্রাম
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy