Advertisement
০২ মে ২০২৪

শৌচালয় গড়তে বিক্রি সম্পত্তি

ঘর ছোট্ট হলেও সেখানে শৌচালয় চাই-ই। তার জন্য টাকা জোগাড় করতে জয়পুরের এক দিনমজুর শুধু তাঁর ছাগলই বিক্রি করে দেননি, স্ত্রীর রুপোর গয়নাও বন্ধক রেখেছেন তিনি। কান্তিলাল রট নামে ওই শ্রমিকের এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ পুরসভা থেকে স্থানীয়েরা।

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫১
Share: Save:

ঘর ছোট্ট হলেও সেখানে শৌচালয় চাই-ই। তার জন্য টাকা জোগাড় করতে জয়পুরের এক দিনমজুর শুধু তাঁর ছাগলই বিক্রি করে দেননি, স্ত্রীর রুপোর গয়নাও বন্ধক রেখেছেন তিনি। কান্তিলাল রট নামে ওই শ্রমিকের এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ পুরসভা থেকে স্থানীয়েরা। রাজস্থানের দুঙ্গরপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কে কে গুপ্ত বলেন, ‘‘শৌচালয় গড়লে কেন্দ্র ও রাজ্যের তরফে যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, তার এক কিস্তি পেয়েছেন তিনি। দ্রুত বাকি টাকাও পাবেন।’’ স্ত্রীর গয়না ছাড়িয়ে আনার জন্য পুরসভাও কান্তিকে টাকা দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toilet Property jaipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE