Advertisement
০৫ মে ২০২৪

শনিবার কাজ করতে রাজি নন কৌঁসুলিরা

সারা দেশের বিভিন্ন হাইকোর্টে প্রচুর ফৌজদারি আপিল মামলা জমে রয়েছে। সেগুলির দ্রুত নিষ্পত্তি না-হওয়ায় বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০৫:০১
Share: Save:

শনিবার কাজ করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন। আইনজীবীদের দাবি, আগে হাইকোর্টের বিচারপতির সংখ্যা বাড়াতে হবে। তবেই তাঁরা শনিবার কাজ করার কথা ভেবে দেখবেন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার জানান, কলকাতা হাইকোর্টে এখন ৩৩ জন বিচারপতি আছেন। সংখ্যাটা কমপক্ষে ৭০ হলে তাঁরা প্রয়োজনে রবিবারেও কাজ করার কথা ভেবে দেখতে পারেন বলে জানান আইনজীবীরা।

দেশের বিভিন্ন হাইকোর্টে জমে থাকা ফৌজদারি আপিল মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবীদের কাছে শনিবার কাজ করার প্রস্তাব দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে এখানকার আইনজীবীদের কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন বুধবার সিদ্ধান্ত নিয়েছে, বিচারপতির সংখ্যা না-বাড়ালে তাঁরা শনিবার কাজ করতে পারবেন না।

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তমবাবু জানান, রেজিস্ট্রার জেনারেল সুগত মজুমদার ৭ নভেম্বর হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠনের সভাপতি ও সম্পাদকদের একটি চিঠি দেন। তাতে বলা হয়, সারা দেশের বিভিন্ন হাইকোর্টে প্রচুর ফৌজদারি আপিল মামলা জমে রয়েছে। সেগুলির দ্রুত নিষ্পত্তি না-হওয়ায় বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের অনুরোধ করেছেন, যে-সব ফৌজদারি আপিল মামলায় লিগ্যাল-এড নথিভুক্ত আইনজীবীরা যুক্ত, সেগুলির শুনানি শনিবার করা যায় কি না, তা খতিয়ে দেখা হোক। এই প্রেক্ষিতে এ দিন হাইকোর্টের আইনজীবীদের সংগঠন জরুরি বৈঠক ডেকে ওই সিদ্ধান্ত নেয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ২৩ নভেম্বর দিল্লিতে হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে বৈঠক ডেকেছেন। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যও সেই বৈঠকে যোগ দিতে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE