Advertisement
E-Paper

জেলায় জেলায় অবরোধ, চলছে মিছিলও, তৃতীয় দিনেও অশান্তি অব্যাহত রাজ্যে

আজও বিক্ষোভ অব্যাহত রাজ্যের বিভিন্ন জায়গায়। সড়ক ও রেল অবরোধ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১১:১২
৩৪ নং জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

৩৪ নং জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে রবিবারও বিক্ষোভে তেতে উঠল রাজ্যের বিভিন্ন প্রান্ত। গতকাল দিন ভর বিক্ষোভের পর এ দিন সকাল হতেই রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। দফায় দফায় সড়ক ও রেল অবরোধ শুরু হয়। এখনও পর্যন্ত অনঅভিপ্রেত কিছু ঘটেনি।

শনিবার দিনভর বিক্ষোভের পর এ দিন সকালেও তেতে ওঠে উত্তর ২৪ পরগনার খড়দহ, আমডাঙা এবং দেগঙ্গা। আমডাঙায় ধানকল মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। সোনাডাঙা মোড়েও অবরোধ করা হয়। ৩৫ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় দেগঙ্গাতেও। ভ্যাবলায় ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা।

বীরভূমের মুরারই আজও অশান্ত। মিত্রপুর ও হিয়াতনগর মোড়ে রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।নলহাটি-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-নিউ ফরাক্কা এবং কৃষ্ণনগর-লালগোলা শাখায় এখনও ট্রেন পরিষেবা চালু হয়নি। হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের গরফা ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। সেখানে বেস কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে জানা গিয়েছে। রাস্তা অবরোধের জেরে দোলতলা এবং যশোর রোডেও যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।

অন্য দিকে, পূর্ব ক্যানিংয়ের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগণায় যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লার নেতৃত্তেব নয়া নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মিছিল বেরিয়েছে হাওড়ার শিবপুরে। দুর্গাপুরের বেনাচিতি বাজারে মিছিল করে কংগ্রেস।

Citizenship Amendment Act West Bengal Protests TMC Narendra Modi Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy