রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-সহ বিজেপির নেতা-মন্ত্রীদের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবারও পশ্চিমবঙ্গ জুড়ে অব্যাহত রইল প্রতিবাদ। সিপিএমের বিভিন্ন গণ-সংগঠন, নাগরিক সংগঠনের ডাকে রাজ্য জুড়ে এ দিন গানটি গেয়ে প্রতিবাদ জানিয়েছেন সমাজের নানা স্তরের ব্যক্তিত্ব। পাশাপাশি, ‘সোনার বাংলা’ বলার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করার ডাক দিয়ে হিমন্তকে কটাক্ষ করেছে সিপিএম।
গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই, এসএফআই, গণনাট্য সংস্থা-সহ সিপিএমের বিভিন্ন সংগঠনের ডাকে পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গানটি গেয়ে প্রতিবাদ জানিয়েছেন বাম নেতা-কর্মীরা। ‘যাদবপুর নাগরিক সমাজে’র ডাকে যাদবপুর থেকে গাঙ্গুলিবাগান পর্যন্ত হয়েছে প্রতিবাদ মিছিলও। সেখান যোগ দিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, “অসমের মুখ্যমন্ত্রীর মতে, ‘সোনার বাংলা’ গাইলে দেশদ্রোহী। ওহে অপোগণ্ড, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কত বার বলেছেন, ‘ভোট দাও, ‘সুনার বাংলা’ গড়ব’? স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করুন!” এ দিকে, ‘কিশোর বাহিনী’র কলকাতা জেলার ডাকে শিলায়দহ, বেলেঘাটা, দেশবন্ধু পার্ক, শ্যামপুকুর-সহ শহরের নানা জায়গায় গানটি গাওয়া হয়েছে।
প্রসঙ্গত, অসমে কংগ্রেস সেবাদলের একটি বৈঠকে ওই গানটি পরিবেশিত হওয়ায় সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের মতে, অসমের মতো সীমান্তবর্তী রাজ্য অসমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘সোনার বাংলা’ গাওয়া ‘দেশদ্রোহের শামিল’!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)