Advertisement
১২ মে ২০২৪

পুরস্কৃত টুরিয়াচাঁদ

কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার পেলেন টুরিয়াচাঁদ বাস্কে। শনিবার পশ্চিম মেদিনীপুরের লালগড়ের পাপুড়িয়া গ্রামের বাসিন্দা সাঁওতালি ভাষার এই কবির হাতে পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো।

কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার পেলেন টুরিয়াচাঁদ বাস্কে। পুরুলিয়ায়।

কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার পেলেন টুরিয়াচাঁদ বাস্কে। পুরুলিয়ায়।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০১:১৪
Share: Save:

কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার পেলেন টুরিয়াচাঁদ বাস্কে। শনিবার পশ্চিম মেদিনীপুরের লালগড়ের পাপুড়িয়া গ্রামের বাসিন্দা সাঁওতালি ভাষার এই কবির হাতে পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের আওতায় থাকা পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমি প্রতি বছরই এই পুরস্কার দেয়। অ্যাকাডেমির সদস্য কলেন্দ্রনাথ মান্ডি জানিয়েছেন, ২০০৩ সালে এই অ্যাকাডেমি গঠিত হয়। তারপর থেকে প্রতি বছরই সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে যাঁরা কাজ করছেন তাঁদের মধ্যে একজনকে পুরস্কৃত করা হয়। এ বার লালগড়ের বাসিন্দা পেশায় পূর্ব মেদিনীপুরের বাবুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক টুরিয়াচাঁদ বাস্কেকে পুরস্কৃত করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরেই সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে একটি পত্রিকাও সম্পাদনা করছেন। কলেন্দ্রনাথবাবু বলেন, ‘‘কবি সারদা প্রসাদ কিস্কু ছিলেন পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দা। তিনি মানবাজার ২ ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম দাঁড়িকাডোবা থেকে আমৃত্যু সাহিত্য নিয়ে কাজ করার পাশাপাশি ডাইনি প্রথা বিরোধী আন্দোলন চালিয়ে গিয়েছেন। কোনও পরিস্থিতিতেই আন্দোলন থেকে পিছিয়ে আসেননি। তিনি আমাদের পথ প্রদর্শক।’’ পুরস্কার পেয়ে টুরিয়াচাঁদ বাস্কে বলেন, ‘‘এ রকম একজন মানুষের নামাঙ্কিত পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দিল।’’ উপস্থিত ছিলেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সন্ধ্যারানি টুডু প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE