রাস্তায় হাই মাস্ট খুঁটি বসানোর সময় ক্রেন উল্টে গিয়ে মৃত্যু হল দুই গ্রামবাসীর। জখম অন্তত পাঁচ জন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি হয়েছে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের হীড়বাঁধ থানার বহড়ামুড়ি এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে প্রায় ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের চেষ্টায় দীর্ঘ ক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে বহড়ামুড়িতে সম্প্রতি একটি হাই মাস্ট আলো লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ওই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ক্রেন নিয়ে উপস্থিত হয় যথাস্থানে। খুঁটি বসানোর কাজ চলছিল। তা দেখতে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের কয়েক জন। ওই সময় আচমকা ক্রেনটি উল্টে যায়।
ক্রেনের একটি অংশে চাপা পড়েন স্থানীয় কয়েক জন। অন্য প্রান্ত গিয়ে পড়ে রাস্তার ধারে থাকা একটি দোকানের উপরে। চাপা পড়েন অন্তত ৭ জন। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হীড়বাঁধ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
আরও পড়ুন:
বিকেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মিলন কালিন্দী এবং রাজদীপ চক্রবর্তী। তাঁদের দু’জনেরই বাড়ি বহড়ামুড়ি গ্রামে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ক্রেনচালকের ভুলেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্রেনচালক পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’’