জেলায় দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। প্রথম দুর্ঘটনাটি শনিবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে নিতুড়িয়া থানার বড়তোড়িয়া গ্রামের অদূরে ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত অরুণ মোদকের (৫০) বাড়ি সাঁতুড়ি থানার কোটালডি গ্রামে। মোটরবাইক চালিয়ে বাড়ি থেকে নিতুড়িয়ার দিকে আসছিলেন অরুণবাবু। মাথায় হেলমেট ছিল না। রাস্তায় একটি গরু হঠাৎই তাঁর মোটরবাইকের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক সমেত রাস্তার পাশে ছিটকে পড়েন ওই প্রৌঢ়। মাথায় চোট লাগে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হেলমেটবিহীন মোটরবাইক চালকের দুর্ঘটনায় মৃত্যু প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘আমরা সচেতনতার জন্য প্রচার, জরিমানা-সহ বিভিন্ন কিছু করি। কিন্তু অনেকেই এখনও বিষয়টির গুরুত্ব বুঝছেন না। হেলমেট থাকলে এই মৃত্যু হয়তো এড়ানো যেত।’’
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় বান্দোয়ান-কুইলাপাল রাস্তায় শিরিষগোড়া গ্রামের কাছে পথ-দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ মণ্ডল (৪০)। বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ থানার বেকাকোচা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপবাবু টাটানগরে একটি ঠেলাগাড়িতে খাবারের দোকান দিতেন। শুক্রবার তিনি বান্দোয়ানের জাহিরাডি গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। ওই দিন সন্ধ্যায় মোটরবাইক নিয়ে যাওয়ার সময়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বুকে চোট পান দিলীপবাবু। বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান তিনি মৃত। গাড়িটিকে আটক করেছে পুলিশ।