কলকাতা থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পুরুলিয়ার এক নাট্যশিল্পীর। মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর ও বাউড়িয়া স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত বাউরি (২০)। বাড়ি পুরুলিয়া জেলার জয়পুরের খেদাটাঁড় গ্রামে।
কলকাতার বিধাননগরে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র আয়োজিত একটি নাট্যউৎসবে জয়পুরের একটি দল যোগ দিয়েছিল। সেই দলে ছিলেন রোহিত। নাটকটির পরিচালক দিব্যজ্যোতি সিংহ দেও জানান, রোহিত প্রায় চার বছর ধরে তাঁদের দলে অভিনয় করে আসছিলেন। মঙ্গলবার কলকাতায় তাঁদের নাটকটি মঞ্চস্থ হয়। রোহিত সেই নাটকে যন্ত্রবাদক ছিলেন।
অভিনয় শেষ করে দলটি হাওড়া-চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জারে পুরুলিয়া ফিরছিল। দিব্যজ্যোতিবাবুর দাবি, নাটকের কুশীলবেরা সবাই কামরাতেই ছিলেন। অনেকে ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ হইচই শুনে ছুটে গিয়ে শোনেন তাঁদের দলের এক জন ট্রেন থেকে পড়ে গিয়েছে। দিব্যজ্যোতিবাবু জানান, শোনামাত্র তাঁরা চেন টেনে ট্রেন থামিয়ে দেন। তিনি বলেন, ‘‘ট্রেন থেকে নেমে সবাই পিছনের দিকে হাঁটা দিই। প্রায় আড়াই কিলোমিটার গিয়ে দেখি লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় রোহিত পড়ে রয়েছে।’’
রেলপুলিশ রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এ দিন হাওড়ায় দেহের ময়নাতদন্ত হয়। সহশিল্পীর মৃত্যুতে নাটকের দলের সদস্যেরা মুহ্যমান হয়ে পড়েছেন।