কালবৈশাখীতে উড়ে গিয়েছে একের পর এক বাড়ির চাল। তাই খোলা আকাশের নীচে দাঁড়াতে বাধ্য হয়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকের মেট্যাপাড়া এবং ঝাটিপাহাড়ি এলাকার ২২টি পরিবার। গাছতলাতেই চলছে রান্নাবান্না।
মঙ্গলবার রাতে মিনিট দশেকের জন্য কালবৈশাখী হয় ছাতনার মেট্যাপাড়া এবং ঝাটিপাহাড়ি এলাকায়। তার জেরে লন্ডভন্ড হয়ে যায় এলাকা। বেশ কয়েকটি বাড়ির অ্যাসবেস্টসের চাল উড়ে যায়। ব্লক প্রশাসন সূত্রে খবর, ছাতনার ২২টি বাড়ির চাল উড়ে গিয়েছে কালবৈশাখীতে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে বেশ কয়েকটি বাংলার আবাস যোজনায় নির্মিত। দুর্যোগের জেরে ওই পরিবারগুলি এখন খোলা আকাশের নীচেই দিন কাটাচ্ছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিবুল খাঁ নামে এক ব্যক্তির বাড়ি। তিনি বলেন, “রাতে ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে মেট্যাপাড়া এলাকারই ২০-২২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বাড়ির হাল এমন হয়েছে যে সেই বাড়িতে দিনের বেলা রান্নাবান্না করাও সম্ভব নয়। অগত্যা পরিবার নিয়ে আমরা গাছতলায় দিন কাটাচ্ছি।’’