দমকল এসে পৌঁছনোর আগেই পুড়ে গেল তিনটি খড়ের চালার মাটির বাড়ি। পুড়ে গিয়েছে দু’টি খড়ের গাদাও। সোমবার রাতে পুঞ্চা থানার বারমেশিয়া গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে গ্রামের সর্দারপাড়ার বাসিন্দা নাড়ু সর্দার, ফুচু সর্দার ও ফাগু সর্দার নামে তিন ভাইয়ের বাড়িতে আগুন লাগে। নাড়ু সর্দার বলেন, ‘‘সবে খাওয়া শেষ করে হাতমুখ ধুয়ে বসেছি। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হল। দেখি সারা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। বাইরে বেরিয়ে দেখি, দাউদাউ করে চালায় আগুন জ্বলছে।’’ তাঁর চিৎকার শুনে পড়শিরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, ছাইয়ের ভিতর থেকে কিছু উদ্ধার করা যায় কি না সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ফাগু বলেন, ‘‘আমাদের তিন ভাইয়ের ঘর পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ধোঁয়া এবং আগুনের হলকায় ঘরে ঢুকতে পারিনি। ভেতরে থাকা চাল, ধান, টাকাকড়ি, জামাকাপড়— কিচ্ছু বের করতে পারিনি।’’ পড়শিদের একাংশ জানান, বাড়ির ভিতরে রাখা জল এবং নলকূপ থেকে পাম্প করে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে পুরুলিয়া থেকে দমকলের একটি ইঞ্জিনও আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে রাত প্রায় তিনটে বেজে যায়। কী ভাবে আগুন লাগল তা নিয়ে নিশ্চিত নন দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আপাতত স্থানীয় কিছু বাড়ির এবং প্রাথমিক স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছেন।