স্কুল না যাওয়ায় বকাবকি করেছিলেন বাবা-মা। সেই অভিমানে বাড়ি ছেড়ে পালিয়েছিল ঝাড়খণ্ডের চাষ থানা এলাকার তিন খুদে। শেষ পর্যন্ত পুরুলিয়া মফস্সল থানার পুলিশ তাদের উদ্ধার করে চাইল্ড লাইনের সাহায্যে বাড়ি ফেরাল। বুধবার রাতে বারো বছরের মহম্মদ ফৈয়াজ, বছর দশের গোলাম হাসান ও তেরো বছরের মহম্মদ খালিদ নামের ওই তিন জনকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছ, বুধবার বিকেলে ওই তিন বালক পুরুলিয়া মফস্সল থানার সিঁদুরপুর গ্রামে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল। তাদের দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। তাঁরাই স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুরুলিয়া মফস্সল থানার পুলিশ ওই তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিয়ম মাফিক খবর দেওয়া হয় পুরুলিয়ার চাইল্ড লাইনকে। কিন্তু উদ্ধার হওয়ার পরে অপহরণের গল্প ফেঁদে ছিল দু’জন। তাতে গোড়ায় কিছুটা বিভ্রান্তি ছড়ায়।
চাইল্ড লাইনের কর্মী তুষারকান্তি পতি জানান, নাম-ঠিকানা জানালেও কী ভাবে চাষ থেকে তারা পুরুলিয়া এসে পড়ল, তা জানতে চাওয়ায় দু’জন অপহরণের গল্প শোনায়। ওরা বলে, এক ব্যক্তি তাদের মুখে কাপড় বেঁধে গাড়িতে তুলেছিল। মাঝ পথে সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে আসে তারা।