Advertisement
৩০ এপ্রিল ২০২৪

পৃথক ঘটনায় জেলায় বজ্রপাতে মৃত ছ’জন

পৃথক ঘটনায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হল বীরভূমে। শুক্রবার প্রথম ঘটনাটি ঘটেছে নলহাটি থানার লক্ষণামরা খাদান এলাকায়। ওই খাদানে ডিটোনেটর লাগানো সময়ে বাজ পড়ে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নলহাটি ও সাঁইথিয়া শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০১:৪৯
Share: Save:

পৃথক ঘটনায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হল বীরভূমে। শুক্রবার প্রথম ঘটনাটি ঘটেছে নলহাটি থানার লক্ষণামরা খাদান এলাকায়। ওই খাদানে ডিটোনেটর লাগানো সময়ে বাজ পড়ে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃত আখতার শেখ (৩৭) এবং তবরেজ শেখের (৪০) বানিওড় পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। একই ঘটনা ঘটে লাগোয়া বাহাদুর পাথর খাদানেও। পুলিশ জানায়, ওই ঘটনার মারা যান খাবির মণ্ডল (৪০) নামে এক শ্রমিক। তাঁর বাড়িও গোবিন্দপুর গ্রামে। অন্য একটি ঘটনায় বাজ পড়ে দশমী লেট (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। তার বাড়ি নলহাটিরই এডাঙ্গি গ্রামে। এ দিনই বিকেল ৫টা নাগাদ সাঁইথিয়া এলাকার মাটিহারা গ্রামে বজ্রাপাতে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন ভুলু মাড্ডি (৫৫) এবং মাতাল মাড্ডি (৩৮)। স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে দুই প্রতিবেশি বাড়ি থেকে শিকারের জন্য বের হয়েছিলেন। আকাশে ঘন মেঘ দেখে দু’জনে সন্ধের মুখে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে তাঁরা যখন মাঝমাঠে তখনই মেঘের গর্জন ও বৃষ্টি শুরু হয়। সেখানেই বজ্রাঘাতে দু’জন মারা যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

birbhum dead akthar shek police dead body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE