Advertisement
০৫ মে ২০২৪

ঝড়ে উড়ল স্কুলের চালা

কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল হুড়ার কয়েকটি গ্রামে। বাজ পড়ে হুড়া ও কাশীপুরে মৃত্যু হল দু’জনের। শুক্রবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে কাশীপুরে বাজ পড়ে এক বালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অমৃত রায় (১২)। তাঁর বাড়ি কাশীপুর থানার ক্রোশজুড়ি গ্রামে। অন্য দিকে সেই সময় হুড়া থানা এলাকারই লেদাডি গ্রামের কাছে বাজ পড়ে রামেশ্বর মুর্মু (৪৮) নামে এক দিনমজুরের মৃত্যুর পরে এলাকায় পথ অবরোধ শুরু করেন বাসিন্দারা।

স্কুলের চালা মাটিতে। হুড়ার মাগুড়িয়া গ্রামে তোলা নিজস্ব চিত্র।

স্কুলের চালা মাটিতে। হুড়ার মাগুড়িয়া গ্রামে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০১:৩৭
Share: Save:

কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল হুড়ার কয়েকটি গ্রামে। বাজ পড়ে হুড়া ও কাশীপুরে মৃত্যু হল দু’জনের।

শুক্রবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে কাশীপুরে বাজ পড়ে এক বালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অমৃত রায় (১২)। তাঁর বাড়ি কাশীপুর থানার ক্রোশজুড়ি গ্রামে। অন্য দিকে সেই সময় হুড়া থানা এলাকারই লেদাডি গ্রামের কাছে বাজ পড়ে রামেশ্বর মুর্মু (৪৮) নামে এক দিনমজুরের মৃত্যুর পরে এলাকায় পথ অবরোধ শুরু করেন বাসিন্দারা। অবরোধের জেরে লালপুর-মানবাজার সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ দিকে, রঘুনাথপুর থানার ধানাড়া গ্রামে শনিবার বিকেলে বাজ পড়ে অবনী বাউরির বাড়ির দেওয়াল ফেটে গিয়েছে। পাশের বাড়ির দুই শিশু অসুস্থ পয়ে পড়ে। বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুড়ার বড়গ্রাম, মাগুড়িয়া, দলদলি, রাহেড়ডি, রাঙামেট্যা সহ লাগোয়া পুঞ্চা থানা এলাকার কয়েকটি গ্রামে কালবৈশাখীর ঝড়ের প্রভাব পড়ে। বড়গ্রামের শিশুদের একটি স্কুলের কয়েকটি ঘরের চালা ঝড়ের দাপটে উড়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ মাহাতো বলেন, ‘‘ক্লাসঘরের টালা টিনের। প্রবল ঝড়ে পুরো চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। চালা দুমড়ে মুচড়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। স্কুল চলাকালীন এমন ঝড় উঠলে কী হতো জানি না।’’ তিনি জানান, আপাতত চালা না লাগানো পর্যন্ত গাছতলাতেই তাঁদের ক্লাস করাতে হবে। তবে মাটি ভিজে থাকায় এ দিন গাঠতলাতেও ক্লাস করানো যায়নি। এ দিন স্কুলে ছুটি দেওয়া হয়। মাগুড়িয়াতেও একই অবস্থা একটি স্কুলের।

রাহেড়ডি গ্রামের বাসিন্দা সুনীল মাহাতো ও মাগুড়িয়ার বাসিন্দা প্রবুদ্ধানন্দ মাহাতোদের কথায়, ‘‘বিকেলে আকাশ কালো করে আচমকা প্রবল ঝড় শুরু হয়। অল্পক্ষণই ঝড় স্থায়ী হয়েছিল। কিন্তু তার মধ্যেই এলাকা যেন তোলপাল করে দিয়ে গেল। ঝড় বেশিক্ষণ স্থায়ী হলে বড় বিপর্যয় হয়ে যেত।’’

কাশীপুর থানা এলাকার ক্রোশজুড়ি গ্রামের মাঠে সেই সময় ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর। স্থানীয় বাসিন্দা অনিরুদ্ধ মুখোপাধ্যায় বলেন, ‘‘খেলার মাঠেই বাজ পড়ে অমৃত রায় নামের ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া মারা গেল। তার মৃত্যুতে শনিবার স্থানীয় স্কুলে ছুটি দেওয়া হয়।’’ অন্যদিকে শুক্রবার অন্য শ্রমিকদের সঙ্গে লালপুর-মানবাজার রাস্তা নির্মাণের কাজ করছিলেন লেদাডি গ্রামের বাসিন্দা রামেশ্বর মুর্মু। বাজ পড়ে তাঁর মৃত্যুর পরে অন্য শ্রমিকেরা ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ শুরু করেন। হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ মাহাতো গিয়ে অবরোধ তোলেন। তিনি বলেন, ‘‘বজ্রাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার শ্রমিক। তাঁদের পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

storme purulia school kashipur police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE