স্কুলের ছাত্রছাত্রীদের বইমুখী করতে স্কুলেই বইমেলা। এ নিয়ে দ্বিতীয় বার এমন আয়োজন হল সাঁইথিয়ার সাংড়া সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। সোমবার এ বইমেলার উদ্বোধন করেন সিউড়ি মহকুমার বিদ্যালয় পরিদর্শক নৃপেণ মুখোপাধ্যায়। ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায়, বাচিক শিল্পী শিক্ষাবিদ সুশান্ত রাহা, পাঁচড়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত প্রমুখ।
স্কুলের শিক্ষক, শিক্ষিকারা জানান, ছাত্রছাত্রীরা মোবাইল নির্ভর হয়ে উঠছে। কেউ কেউ মোবাইল গেম ও মোবাইল ভিডিয়োয় আসক্ত হয়ে পড়ছে। তাই বই পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে বলে জানান স্কুলের শিক্ষক, শিক্ষিকারা। বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এই মেলার আয়োজন হয়।
স্কুল কর্তৃপক্ষ জানান, জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছর জেলা বইমেলার আয়োজন করা হয়। কিন্তু প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা অধিকাংশ সময়ে সে মেলায় যাওয়ার সুযোগ পায় না। তাদের এক সঙ্গে অনেক বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং পছন্দমতো বই কেনার সুযোগ করে দিতে করতেই এই উদ্যোগ বলে জানান স্কুল কর্তৃপক্ষ। এ দিন স্কুলের ছাত্রছাত্রীরাও ছাড়া তিনটি হাই স্কুল ও তিনটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা এবং তাদের অভিভাবকেরাও উপস্থিত হন।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বইমেলায় ১৬টি স্টল হয়েছে। এ দিন ২৫ হাজার টাকার উপরে বই বিক্রি হয়েছে। এখানে পাঠ্যপুস্তক, গল্প, কবিতা-সহ সাহিত্যের বইয়ের পাশাপাশি কম্পিউটার, ক্যুইজের বইও মিলছে। মিলছে শিক্ষাসামগ্রীও।
স্কুলের বাংলার শিক্ষক কানন হাঁসদা বলেন, “দিনের শেষে ছাত্রছাত্রীদের বই কেনার প্রতি উৎসাহ দেখে আমরা খুব খুশি।” স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত বলেন, "প্রচণ্ড ঠান্ডায় অনেক ছাত্রছাত্রী আসতে পারেনি। তবে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে।"
অন্য দিকে, এ দিন শিক্ষার্থী সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সোমবার সাঁইথিয়ার মাঠপলসা উচ্চ বিদ্যালয়ে আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়। স্কুলে সূত্রে জানা যায়, শিক্ষা দফতরের নির্দেশে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী সপ্তাহ উদ্যাপন শুরু হয়েছে। শিক্ষা দফতর একটি নির্দিষ্ট রূপরেখা দিয়েছে। তার থেকে কিছুটা আলাদা ভাবে ছাত্রছাত্রীদের জন্য এই আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)