Advertisement
২০ এপ্রিল ২০২৪

মাথার উপরে তার, হুঁশই নেই বিদ্যুৎ দফতরের

বিপজ্জনক উচ্চতায় ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় সিটিয়ে রয়েছেন গ্রামের মানুষ। অথচ বারবার দৃষ্টি আর্কষণ করেও বিদ্যুৎ দফতরের সাড়া মেলেনি বলে অভিযোগ। এর ফলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।

এ ভাবেই খেতের উপরে ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার। ছবি :সোমনাথ মুস্তাফি।

এ ভাবেই খেতের উপরে ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার। ছবি :সোমনাথ মুস্তাফি।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০২:১৭
Share: Save:

বিপজ্জনক উচ্চতায় ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় সিটিয়ে রয়েছেন গ্রামের মানুষ। অথচ বারবার দৃষ্টি আর্কষণ করেও বিদ্যুৎ দফতরের সাড়া মেলেনি বলে অভিযোগ। এর ফলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।

দফতর ও স্থানীয় সূত্রের খবর, বছর দেড়েক আগে ঝড়ে ময়ূরেশ্বরের নবগ্রামের ভাণ্ডারিপাড়ার কাছে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। মাস সাতেক আগে বিদ্যুৎ দফতর সেটি বদলে দেয়। কিন্তু তার দিন কয়েক পরেই খুঁটিটিই হেলে পড়ে। পাশাপাশি খুঁটির তার ঢিলে হতে হতে বর্তমানে বিপজ্জনক উচ্চতায় নেমে এসেছে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি।

তাই চরম আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। কারণ ওই তারের তলা দিয়েই রয়েছে জমির আলপথ। সেই আলপথ দিয়ে শুধু চাষিদেরই নয়, লাগোয়া ভল্লাপাড়া এবং মাঠপাড়ার ১৫টি পরিবারকেও যাতায়াত করতে হয়। ভল্লাপাড়ার বাসিন্দা সাধন ভল্লা, মাঠপাড়ার উপেন মণ্ডলরা বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় আমরা সোজা রাস্তার বদলে ঘুরপথে যাতায়াত করি।’’ একই আশঙ্কা চাষিদেরও। ওই তারের নীচেই জমি রয়েছে কার্তিক ভাণ্ডারি, মদনমোহন মণ্ডলদের। তাঁরা বলেন, ‘‘আজকাল জমিতে কাজ করতেই ভয় লাগে। তার এতটাই নীচে নেমে এসেছে যে, ফসল কাটার সময় অন্যমনস্কবশত হাতের কাস্তে উপরে উঠে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অনিবার্য।’’

প্রসঙ্গত, বছর দুয়েক আগেই ধান কাটার সময় একই ভাবে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা তারে কাস্তে ঠেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় লাগোয়া বজরহাট গ্রামের এক যুবকের। সেই সময় ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। বিক্ষোভ সামাল দিতে পরের দিনই তার ঠিক করার ব্যবস্থা করে বিদ্যুৎ দফতর। নবগ্রামের বংশী মণ্ডল, কেশব ভাণ্ডারিরা বলেন, ‘‘আমরা খুঁটি সোজা করে তার ঠিক করার জন্য বারবার বিদ্যুৎ দফতরের দৃষ্টি আর্কষণ করেছি। কিন্তু কোনও লাভ হয়নি।’’ তাঁদের প্রশ্ন, ‘‘তা হলে কি ধরে নিতে হবে, কারও মৃত্যু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ দফতরের টনক নড়বে না?’’ সংশ্লিষ্ট ময়ূরেশ্বর গ্রুপ ইলেকট্রিক সাপ্লাইয়ের স্টেশন তথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজেন্দ্রকুমার পাল অবশ্য দাবি করেছেন, ‘‘বিষয়টি জানা নেই। গ্রামবাসীরা লিখিত ভাবে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’

পালুইয়ে বোমা। কালনা: খড়ের পালুই থেকে মিলল ৬টি বোমা। রবিবার রাতে খবর পেয়ে বর্ধমানের কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙা গ্রামে পালুইয়ে রাখা একটি ব্যাগের মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। পরে বালতির জলে রেখে সেগুলি নিষ্ক্রীয় করা হয়। কালনার এসডিপিও ওয়াই রঘুবংশী বলেন, ‘‘ওই এলাকায় বছর দেড়েক আগে একটি খুনের ঘটনা ঘটেছিল। সে ঘটনায় অভিযুক্ত কয়েকজন সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছে। বোমা উদ্ধারের সঙ্গে ওই ঘটনার কোন যোগ রয়েছে কি না তা পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tension Electrical Wires Accident Mayureswar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE