Advertisement
১৮ মে ২০২৪

প্রার্থীর নামে ক্ষোভ মেজিয়ায়

বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে বাঁকুড়ায় ফের তৃণমূলের গোষ্ঠী কলহ প্রকাশ্যে এল। শনিবার মেজিয়ার নন্দনপুরে, বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধে করে বিধায়ক তথা তৃণমূলের প্রার্থী স্বপন বাউরির নাম ওই তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুললেন তাঁরই দলের বিক্ষুব্ধেরা।

মেজিয়া শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০০:৩৬
Share: Save:

বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে বাঁকুড়ায় ফের তৃণমূলের গোষ্ঠী কলহ প্রকাশ্যে এল। শনিবার মেজিয়ার নন্দনপুরে, বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধে করে বিধায়ক তথা তৃণমূলের প্রার্থী স্বপন বাউরির নাম ওই তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুললেন তাঁরই দলের বিক্ষুব্ধেরা। গত সেপ্টেম্বরে স্থানীয় জপমালি গ্রামে দুষ্কৃতীদের হামলায় জখম হওয়া এক ব্যক্তির এ দিন ভোরে মৃত্যু হয়। তাঁর দেহ আটকে তৃণমূলের এক গোষ্ঠী বিকেলে কয়েক ঘণ্টার জন্য রাস্তা অবরোধ করেন। তাঁরা দাবি করেন, হামলায় অভিযুক্ত মূল দুষ্কৃতী রাজু দুবে এখনও অধরা। সে এলাকার বিধায়ক স্বপন বাউড়ির ঘনিষ্ঠ। অবিলম্বে তাই স্বপনবাবুর প্রার্থিপদ খারিজ করার দাবি তোলেন তাঁরা। স্বপনবাবু অবশ্য দাবি করেছেন, “জপমালি গ্রামের ওই ঘটনায় পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। রাজু দুবের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ভোটের মুখে আমাদের দলের বদনাম করতে কিছু লোকজন গ্রামবাসীদের উস্কানি দিচ্ছে।” যদিও অবরোধকারীদের অনেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agitation TMC candidate list assambly election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE