পঞ্চকোট পাহাড়ের ঘন জঙ্গলকে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে আগে। ফলে, সাধারণ বাসিন্দা ও পর্যটকদের পক্ষে পাহাড়ের উপরে ওঠার ক্ষেত্রে জারি হয়েছে নানা বিধিনিষেধ। তবে পাহাড় চূড়ায় উঠতে না পারা পর্যটকেরা যাতে মুখ বেজার করে ফিরে না যান, তা নিশ্চিত করতে বিকল্প পথের সন্ধান দিচ্ছে বন দফতর।
প্রশাসন জানিয়েছে, এ বার ইচ্ছা হলেই বন দফতরের ছাড়পত্র পাওয়া গাইডদের নিয়ে ‘নেচার ট্রেলিং রুট’ দিয়ে পাহাড়ের উপরে উঠতে পারবেন পর্যটকেরা। এই ‘রুট’-এর পরিকাঠামো নির্মাণের কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে বন দফতর। আবার সেখানে ‘জাইকা’ প্রকল্প থেকে পাওয়া অর্থে তৈরি করা হয়েছে একটি ‘ইকো গাইড সেন্টার’।
বন দফতর সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ৬ ফ্রেবুয়ারি ওই গাইড সেন্টারের উদ্বোধন করার কথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তার পরেই ‘নেচার ট্রেলিং রুট’ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। বন দফতরের এক কর্তার দাবি, ‘‘৬ ফ্রেবুয়ারি বনবান্ধব উৎসবের উদ্বোধনে রঘুনাথপুরে আসার কথা বনমন্ত্রীর। তাঁর ইকো গাইড সেন্টারের উদ্বোধন করার কথা। তার পরেই পাহাড়ে ওঠার নেচার ট্রেলিং রুট খুলে দেওয়া হবে।”