Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Deucha Pachami

কেন্দ্রীয় সরকার এমন প্যাকেজ দিতে পারবে না, ডেউচা নিয়ে মমতার ঘোষণায় উচ্ছ্বসিত অনুব্রত

অনুব্রত সিউড়ির তৃণমূল কার্যালয়ে বসে জানান, ডেউচার আদিবাসীদের মধ্যে কোনও রকম অসন্তোষ নেই। তাঁরা সকলেই উন্নয়নের পক্ষে।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২০:৫২
Share: Save:

ডেউচা পাচামি প্রকল্পে জমিদাতাদের জন্য মঙ্গলবার প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই প্যাকেজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। জানালেন, এমন প্যাকেজ কেন্দ্রীয় সরকারও দিতে পারবে না।

মঙ্গলবার অনুব্রত বলেন, ‘‘এমন আর্থিক প্যাকেজ কেন্দ্রীয় সরকারও কল্পনা করতে পারবে না। মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে ডেউচা এলাকার মানুষেরা খুশি। ওই এলাকার সমস্ত সাধারণ মানুষের উন্নতি হবে। এত টাকা কেউ দেবে না। সকলেই খুশি হবেন।’’

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী বীরভূমের মহম্মদবাজারের ডেউচা পাচামি কয়লাখনি প্রকল্প নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন। ১০ হাজার কোটি টাকার আর্থিক পুনর্বাসন প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন, জমি নেওয়া হবে আলোচনা করে। দেওয়া হবে চাকরি ও পুনর্বাসনের জমিও। তারই প্রেক্ষিতে অনুব্রত সিউড়ির তৃণমূল কার্যালয়ে বসে জানান, ডেউচার আদিবাসীদের মধ্যে কোনও রকম অসন্তোষ নেই। তাঁরা সকলেই উন্নয়নের পক্ষে। তাঁর কথায়, ‘‘এমন সুযোগ আর কোথাও পাওয়া যাবে না।’’

অন্য দিকে, পুরনির্বাচনে বিজেপি-র কেন্দ্রীয় বাহিনী চাওয়া নিয়েও কটাক্ষ করেছেন অনুব্রত। তিনি বলেন, ‘‘কয়েক দিন আগেই তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। তাতে কী হয়েছে? ফল তো সবাই দেখেছে। লজ্জা থাকা উচিত ওদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE