মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের প্রধান মুখ্য উপদেষ্টা হচ্ছেন অমিত মিত্র। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে। খবর নবান্ন সূত্রে। শারীরিক অসুস্থতার কারণে এ বার ভোটে লড়েননি অমিত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ছাড়তে চাননি। এত দিন অমিতই রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন। কিন্তু ভোটে না লড়ে ছ’মাসের বেশি মন্ত্রী থাকতে পারেন না কেউ। সেই নিয়মেই সরতে হচ্ছে অমিতকে। মুখ্যমন্ত্রী তাঁকে প্রধান মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন।