এ বছরের নিট-এ মেধাতালিকায় ১৯তম স্থান দখল করেছেন বাঁকুড়ার সিমলাপালের অর্ণব পতি। রাজ্যে তৃতীয় হয়েছেন তিনি। চলতি বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থানে ছিলেন মদনমোহন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া অর্ণব। এ বছর জয়েন্টে (মেন) ৯৯.৯৪ নম্বর পেয়েছিলেন তিনি। ক্রমতালিকায় তাঁর জায়গা ছিল ৮৩০ নম্বরে। ২০২১-এ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন অর্ণব।
অর্ণবের সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। ‘ন্যাশনাল ট্যালেন্ট সার্চ’ ২০২১-এর ‘স্টেজ ১’-এ রাজ্যে প্রথম হয়েছিলেন তিনি। কেভিপিওয়াই ২০২২-এর সর্বভারতীয় মেধা তালিকায় তিনি ছিলেন ৭৮ নম্বরে। অর্ণব জানান, তাঁর সাফল্যের পিছনে বিদ্যালয়, শিক্ষক, গৃহশিক্ষক, পরিবারের পাশাপাশি কয়েকটি অনলাইন কোচিং সেন্টার-এর অবদান রয়েছে। তাঁর বাবা চঞ্চল পতি পেশায় ইঞ্জিনিয়ার। মা রুম্পা নার্স।
চঞ্চল জানান, প্রতিদিন প্রায় দশ ঘণ্টা পড়তেন তাঁর ছেলে। নিত্য যোগাসন করেন অর্ণব। অবসরে গান শুনতে ও ক্রিকেট ম্যাচ দেখতে ভালবাসেন। অর্ণব জানান, চিকিৎসা বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতেচান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)