বেপরোয়া গতিতে ছুটছিল দুটি বাস। তাদের মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। কয়েক জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি হয় বাঁকুড়ার বেলিয়াতোড় বনগ্রাম এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর। আহতদের প্রথমে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ভিড়ে ঠাসা একটি যাত্রিবাহী বেসরকারি বাস দুর্গাপুরের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। অভিযোগ, প্রচণ্ড গতিতে যাচ্ছিল বাসটি। ওই সময়ে ভিড়ে ঠাসা আর একটি বেসরকারি বাস বাঁকুড়া থেকে বেলিয়াতোড়ের দিকে যাচ্ছিল। দু’টি বাস বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে রাস্তার একটি বাঁকের মুখে আচমকা মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে, একটি বাস রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নেমে যায়। অপর বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন:
দুই বাসের মুখোমুখি ধাক্কার শব্দ শুনতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়েছিলেন। উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। পরে বেলিয়াতোড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারা। সাত জনের আঘাত গুরুতর থাকায় পরবর্তী সময়ে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির কারণে চালকেরা নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাই দুই বাসের সংঘর্ষ। আইন অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।