বিজেপি প্রার্থীর স্বামীকে রড দিয়ে বেদম মারধরের অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বিষ্ণুপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন সুলগ্না সরকার। তাঁর স্বামী সুমিত সরকার প্রচার সেরে এ দিন বিকেলে বাড়িতে ঢোকার পর তৃণমূলের কর্মীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। তাঁকে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সুলগ্নাদেবীর অভিযোগ, “আমি ও আমার স্বামী কংগ্রেস ছেড়ে মাস কয়েক আগে বিজেপিতে যোগ দিই। তারপর ৩ নম্বর ওয়ার্ডে বিজেপি আমাকে টিকিট দেয়। এর পর থেকেই নানা ভাবে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এ দিন বিকেলে স্বামী প্রচার সেরে বাড়ি ফেরার পর তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী ‘বিজেপি করার মজা দেখাচ্ছি’ বলে বাড়িতে ঢুকে রড দিয়ে তাঁকে মারধর করে। স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা ঠেলে ফেলে দেয়।’’
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ বলেন, “খবর পেয়েই দলের কর্মীরা সুমিত সরকারকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। রড দিয়ে তাঁকে পেটানো হয়েছে। এ ভাবে ভয় খাইয়ে প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। থানায় অভিযোগ জানানো হবে।’’ সুলগ্নাদেবী জানান, দলীয় কর্মীরা টেলিফোনে পুলিশকে ঘটনার কথা জানিয়েছেন। তিনি পরে থানায় লিখিত অভিযোগ জানাবেন।” যদিও তৃণমূলের বিষ্ণুপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয় বলে দাবি করেছেন। তিনি উল্টে অভিযোগ করেছেন, “ওই দলেই সুলগ্নার প্রার্থী হওয়া নিয়ে নিজেদের মধ্যে গোলমাল রয়েছে। এটা তারই প্রতিফলন।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।