Advertisement
২২ মে ২০২৪
Bidyut Chakraborty

‘অল্প বিদ্যা ভয়ঙ্করী’! নাম না করে বিশ্বভারতীর রাবীন্দ্রিক, আশ্রমিকদের কটাক্ষ উপাচার্যের

শান্তিনিকেতন গ্রন্থের ২৩-২৬ পৃষ্ঠা মন দিয়ে পড়ার পাশাপাশি আত্মসংযম, পরিত্যাগ, গুরুকে শ্রদ্ধার পরামর্শও দেন উপাচার্য।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ২৩:১৫
Share: Save:

টানাপড়েন চলছে অনেক দিন ধরেই। তার মধ্যে আবারও নাম না করে শান্তিনিকেতনের রাবীন্দ্রিক, আশ্রমিক ও প্রাক্তনীদের ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বুধবার প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যুৎ বলেন, ‘‘অল্প বিদ্যা ভয়ঙ্করী। এর মধ্যে অনেকেই পড়েন। তাঁরা নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য বিশ্বভারতীকে কলুষিত করছেন।’’ শান্তিনিকেতন গ্রন্থের ২৩-২৬ পৃষ্ঠা মন দিয়ে পড়ার পাশাপাশি আত্মসংযম, পরিত্যাগ, গুরুকে শ্রদ্ধার পরামর্শও দেন উপাচার্য। বলেন, ‘‘বিশ্বভারতীতে আঘাত আগেও এসেছে, ভবিষ্যতেও আসবে। কিন্তু আমাদের সব থেকে বড় সমর্থন গুরুদেব রবীন্দ্রনাথ নিজেই। তাঁকেই পাথেয় করে আমাদের চলতে হবে।’’

উপাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে আশ্রমিক অপর্ণা দাস মহাপাত্র বলেন, ‘‘উনি প্রায়ই দিন এই ধরনের মন্তব্য করছেন এবং আক্রমণ করছেন। ওঁকে নিয়ে আর বলার কিছু নেই।” আশ্রমিক স্বপনকুমার ঘোষ বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্য দিনের পর দিন যে ধরনের মন্তব্য করছেন, যেগুলো শুনলে মন খারাপ হয়ে যায়। মর্মাহত বোধ করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bidyut Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE