Advertisement
০১ মে ২০২৪
Kajal Sheikh

বিজেপি করলে করুন, আরএসএসের বিভেদের রাজনীতি নয়, তৃণমূলের কাজলের কথায় কী ইঙ্গিত?

কাজল শেখের দাবি, বিজেপি করা যেতে পারে কিন্তু আরএসএস যে হেতু বিভেদের রাজনীতি করে, তাই রবীন্দ্র-নজরুলের বাংলায় ভেদাভেদের রাজনীতির কোনও স্থান নেই।

Image of TMC leader Kajal Sheikh

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৮
Share: Save:

বিজেপি ভাল। কিন্তু আরএসএস খারাপ। কারণ, তারা ভেদাভেদের রাজনীতি করে। বক্তা বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। জেলার নলহাটিতে একটি সংবর্ধনা সভায় গিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা। যা শুনে জেলা বিজেপির প্রতিক্রিয়া, তৃণমূলের অবস্থা বুঝতে পেরেই এখন এ সব বলতে হচ্ছে কাজল শেখকে। সব মিলিয়ে কাজলের মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপানউতর লালমাটির দেশে।

নলহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলায় তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য ফায়েজুল শেখ ওরফে কাজল। সেখানেই কাজলের মুখে বিজেপির প্রশংসা শোনা যায়। পাশাপাশি, তিনি সমালোচনা করেন আরএসএসের। তিনি বলেন, ‘‘বিজেপি ভাল দল। বিজেপি করুন, আমার কোনও অসুবিধা নেই। কিন্তু আরএসএস? আরএসএস গোঁড়া হিন্দুত্ববাদী, গোঁড়া মৌলবাদী। তারা হিন্দুদের মধ্যে এই বার্তা দিতে চায় যে, মুসলিমদের ভারত থেকে তাড়াতে হবে। অন্য দিকে, মুসলিমদের মধ্যেও একটা সংগঠন আছে, যারা গোঁড়া মৌলবাদী। তারা চাইছে আমরা আলাদা ভাবে বসবাস করব। আমরা রবীন্দ্রনাথের বাংলায় বাস করছি, আমরা নজরুলের বাংলায় বাস করছি। কেন আমরা হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ, দ্বন্দ্ব যারা আনতে চায়, তাদের ডেকে নিয়ে আসব?’’

কাজলের এই মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিয়েছে জেলা বিজেপিও। বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘তৃণমূল দলটা নিজেদের অবনতি বুঝতে পারছে। তাই এ সব বলতে হচ্ছে। আর বিজেপি যে মানুষের জন্য কাজ করে, আগামীতেও করে যাবে, সেটা মনে হয় কাজলবাবু বুঝতে পারছেন।’’

কাজলের এই মন্তব্যে বিতর্কের কারণ খুঁজে পাচ্ছে না জেলা তৃণমূল। জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘যে যা খুশি দল করতে পারে। ভারত গণতান্ত্রিক দেশ। তবে আরএসএসের মতো সংগঠন করা যে ঠিক নয়, সেটাই বলেছেন কাজল। এতে ভুলের তো কিছু নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kajal Sheikh TMC BJP RSS Anubrata Mondal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE