Advertisement
E-Paper

ভোটের মুখে কচিকাঁচাদের বইখাতা বিলি! তালড্যাংরার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি

কয়েক দিন আগে ঘূর্ণিঝড় ‘ডেনা’য় ক্ষতিগ্রস্ত বাড়িমালিকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া নিয়ে ইন্দপুরের বিডিও এবং শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৫৩
Phalguni Singh Babu

তালড্যাংরার গ্রামে ভোটপ্রচারে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। —নিজস্ব চিত্র।

আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। তার আগে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ তুলল বিজেপি। মঙ্গলবার ইন্দপুর ব্লকের ঝরিয়া গ্রামে ভোটপ্রচারে গিয়ে ফাল্গুনী পড়ুয়াদের খাতা এবং বই বিতরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, তিনি নির্বাচনী বিধিভঙ্গ করেননি।

বস্তুত, তালড্যাংরার ভোটের জন্য বাঁকুড়ায় জারি হয়েছে নির্বাচনী বিধি। কয়েক দিন আগে ঘূর্ণিঝড় ‘ডেনা’য় ক্ষতিগ্রস্ত বাড়িমালিকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া নিয়ে ইন্দপুরের বিডিও তথা শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে। যার প্রেক্ষিতে বিডিও-কে বরখাস্ত করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার খোদ প্রার্থীর দিকে আঙুল উঠল। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বুধবার সকালে সমাজমাধ্যমে ফাল্গুনীর বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘‘তালড্যাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শিশুদের পুস্তক বিতরণ করে নির্বাচনী বিধিভঙ্গ করলেন। উনি কি রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন?’’

বিজেপির দাবি, তৃণমূল প্রার্থী ইন্দপুর ব্লকের ঝরিয়া গ্রামে ভোটপ্রচারে গিয়ে কচিকাঁচাদের হাতে বইখাতা তুলে দিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষের কটাক্ষ, ‘‘এই ঘটনায় তৃণমূল প্রার্থী শুধু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন তাই নয়, তিনি রাজ্যের শিক্ষার আসল হালটাও তুলে ধরেছেন।’’ ওই বিজেপি নেতার সংযোজন, ‘‘রাজ্য সরকার পড়ুয়াদের যথেষ্ট সংখ্যক বই খাতা দিলে আজ এ ভাবে ভোটের প্রার্থীকে বইখাতা দিতে হত না। ভোটের আগে এ ভাবে পড়ুয়াদের বই খাতা দিয়ে পরিবারগুলিকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি।’’

অন্য দিকে, শাসকদল থেকে তাদের প্রার্থী কেউই বিজেপির অভিযোগ মানতে চাননি। তৃণমূল প্রার্থী ফাল্গুনী বলেন, ‘‘আমি যেখানেই প্রচারে যাচ্ছি, সেখানেই কি সুভাষ সরকার আমার সঙ্গে যাচ্ছেন? যদি না গিয়ে থাকেন তা হলে তিনি কী করে জানলেন, আমি বইখাতা বিতরণ করছি না কি অন্য কিছু দিয়েছি?’’ ফাল্গুনী আরও বলেন, ‘‘আমি ঝরিয়া গ্রামে কোনও বইখাতা বিতরণ করিনি। সেখানে শুধুমাত্র প্রচারমূলক লিফলেট দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এ সম্পর্কে আমাকে চিঠি দিলে আমি তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।’’

Taldangra Election Commission TMC Candidate TMC BJP By Eelction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy