বিডিও-র নির্দেশিকা তুলে ধরে কমিশনে পাঠানো বিজেপির চিঠি। —নিজস্ব চিত্র।
ঘূর্ণিঝড় ‘ডেনা’য় ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির জন্য ‘হাউস বিল্ডিং গ্রান্ট’ প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে বিতর্কে জড়াল বাঁকুড়ার ইন্দপুর ব্লক প্রশাসন। বিডিও-র তরফে সাতটি গ্রাম পঞ্চায়েতে পাঠানো ওই নির্দেশিকায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে, এই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্য দিকে, তৃণমূলের দাবি, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য সংশ্লিষ্ট নির্দেশিকায় কোনও ভাবেই আদর্শ আচরণ বিধিভঙ্গ হয়নি। সব মিলিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই ভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নিয়ম মেনে পুরো জেলায় জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এর মাঝেই গত ২৮ অক্টোবর ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিকের তরফে পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঠানো একটি চিঠিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ‘ডেনা’য় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি যাচাই করে দেখে ‘হাউস বিল্ডিং গ্রান্ট’ প্রকল্পের উপভোক্তাদের বেছে তার তালিকা আগামী ২৯ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপভোক্তাদের কাছে থেকে প্রয়োজনীয় নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য নিয়ে ব্লক প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকে। আর ওই চিঠিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।
পদ্ম শিবিরের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, ‘‘এলাকার কাঁচা বাড়ির বাসিন্দাদের সরকারি প্রকল্পে পাকা বাড়ি দেওয়ার দাবিতে আমরা বারবার ইন্দপুরের বিডিও-র দ্বারস্থ হয়েছি। তখন তিনি কাঁচা বাড়ির বাসিন্দাদের না দিয়ে সেই ঘর দিয়ে দিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠদের। এখন তৃণমূলকে উপনির্বাচনে জেতানোর লক্ষ্যে নির্বাচনী বিধি ভেঙে সরকারি প্রকল্পের বাড়ি দেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু করছেন। আমরা কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি ওই বিডিওকে বরখাস্ত করার দাবি জানিয়েছি।’’ যদিও তালড্যাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এই ঘটনাকে নির্বাচনী বিধিভঙ্গ বলে মানতে নারাজ। তিনি বলেন, ‘‘অভিযোগ অবান্তর। বিজেপির জানা উচিত, বিপর্যয় মোকাবিলার বিষয়টি নির্বাচনী আচরণ বিধির বাইরে।’’ তৃণমূল প্রার্থীর কটাক্ষ, ‘‘২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছে। নইলে বাংলায় আজ সকলের মাথায় ছাদ থাকত। ‘ডেনা’র মতো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কোনও পরিবারকেই নিরাশ্রয় হতে হত না। আসলে বিজেপি চায় বাংলার মানুষকে বঞ্চিত রাখতে। তাই এমন অবান্তর অভিযোগ জানিয়েছে।’’ এ নিয়ে বিডিও আলাদা করে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে প্রশাসনের একটি সূত্রে খবর, বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরই ঘটনার তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারি হওয়ার আগে থেকে চলে আসা কোনও প্রকল্পকে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কাজে লাগানোর বিষয়ে তেমন কোনও নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেছেন প্রশাসনের এক আধিকারিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy