মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সামনেই প্রকাশ্যে এল বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূম জেলা বিজেপি-র সভাপতি শ্যামাপদ মণ্ডলের অনুগামীদের সঙ্গে দল থেকে বহিষ্কৃত নেতা কালোসোনা মণ্ডলের অনুগামীদের সঙ্গে বচসা বাধে বৃহস্পতিবার। সেই বচসা শেষমেশ হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে অবশ্য অন্য বিজেপিকর্মীরা বিষয়টি মীমাংসা করে দেন।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। কালোসোনার অনুগামী হিসেবে পরিচিত তাপস রায়ের অভিযোগ, ‘‘আমরা প্রায় ৫ হাজার কর্মী বসে রয়েছি। কালোসোনার অনুগামী বলে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। আমরা প্রথম থেকেই বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস করি। সেখান থেকে বিজেপি-তে। কিন্তু বর্তমান বীরভূম জেলা বিজেপি সভাপতি আমাদেরকে দলীয় কর্মসূচিতে সুযোগ না দিয়ে বসিয়ে রেখেছেন। তাই আজকে আমরা বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে দেখা করতে এসেছিলাম।’’
তাপসের দাবি, দেখা করতে দেওয়া নেওয়া নিয়েই গন্ডগোল বাধে। তাঁর কথায়, ‘‘আমরা চাই বিজেপি-তে কাজের সুযোগ। যদি আমাদের কাজ করার সুযোগ দেওয়া হয় তা হলে বিধানসভা নির্বাচনে রামপুরহাটেয ২০ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করব। না হলে রামপুরহাটে বিজেপি-র প্রার্থী একটা ভোটেও জিততে পারবেন না।’’
অন্য দিকে শ্যামাপদ মণ্ডলের অনুগামীদের দাবি, ‘‘সংসার থাকলে রাগ-অভিমান হবে। বাবা ছেলের মধ্যে রাগ অভিমান হয় এটাই স্বাভাবিক। কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’