‘হাউজিং ফর অল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বাঁকুড়ার পুরপ্রধানের পদত্যাগের দাবিতে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ-অবস্থান করল বিজেপি। সোমবার বাঁকুড়া শহরে মিছিল করে পুরভবনের সামনে জড়ো হন বিজেপির নেতা-কর্মীরা। ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী ববিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সম্প্রতি বাঁকুড়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের নতুনচটির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরামোহন দত্তের (৬০) বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে পড়শি পিন্টু রুইদাসের পরিবারের বিরুদ্ধে। ওই হামলায় মথুরামোহন ও তাঁর ছোট ছেলের মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত পরিবারের চার জনকে গ্রেফতার করে। মৃতের পরিবারের অভিযোগ ছিল, ‘হাউজিং ফর অল’ প্রকল্পের উপভোক্তা পিন্টু, মথুরামোহনের জায়গা দখল করে বাড়ি বানিয়েছিল। তা নিয়ে মথুরামোহন আদালতে যায় বলেই ওই হামলা চালানো হয়।
এ দিন নীলাদ্রিশেখর অভিযোগ করেন, “হাউজিং ফর অল প্রকল্পে অবৈধ উপভোক্তাদের বাড়ি দিচ্ছে পুরসভা। ওই প্রকল্প নিয়ে দুর্নীতি করছেন খোদ পুরপ্রধান। তা না হলে নতুনচটির ওই ঘটনা ঘটত না। আমরা পুরপ্রধানের অপসারণ চাই।” পুরসভার যদিও দাবি পিন্টু অবৈধ জায়গায় বাড়ি বানানোয় তাকে প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পুরপ্রধান অলকা সেন মজুমদার বলেন, “ভোটের আগে ভিত্তিহীন অভিযোগ এনে বাজার গরম করতে চাইছে বিজেপি। মানুষ ওদের অভিসন্ধি সবই বুঝতে পারছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)