আবারও সিউড়ি শহরে বোমাবাজির অভিযোগ উঠল। এ বার সিউড়ির লালকুঠিপাড়া এলাকায় লোকালয় চত্ত্বরে রাস্তার উপরে কেউ বা কারা বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই বোমাবাজি করেছে, কেনই বা করেছে, তা স্পষ্ট করতে পারেননি এলাকার মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে লালকুঠিপাড়া এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকার মানুষজন। বাড়ির বাইরে এসে দেখেন রাস্তার উপর বোমার আঘাতের দাগ। এর পরেই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়৷ তবে এই প্রথম নয়৷ কিছু দিন আগে ওই একই জায়গায় বোমা মারার অভিযোগ তুলে সরব হন স্থানীয়েরা। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সেই সময় পুলিশ বিষয়টি চকলেট বোম বলে উড়িয়ে দেয়। কিন্তু সোমবার বিকেলে পুনরায় বিকট শব্দ শুনতে পান স্থানীয়েরা। পাশাপাশি রাস্তার উপর দাগ দেখতে পান। এর পরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এই প্রথম নয় গত দু’মাস সিউড়ি শহরের একাধিক জায়াগায় বোমাবাজির ঘটনা ঘটে। আবারও বোমাবাজির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।