Advertisement
১৬ মে ২০২৪

ছাত্রছাত্রীদের বইপত্র বিলি

দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে রবিবার বইপত্র তুলে দিল সিউড়ির ‘নতুন সকাল’ সংস্থা। এ দিন দুপুরে সিউড়ির সিধো-কানহো মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই দুস্থ পড়ুয়াদের হাতে বইপত্র তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:২৯
Share: Save:

দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে রবিবার বইপত্র তুলে দিল সিউড়ির ‘নতুন সকাল’ সংস্থা। এ দিন দুপুরে সিউড়ির সিধো-কানহো মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই দুস্থ পড়ুয়াদের হাতে বইপত্র তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি, অমিয় মণ্ডল ও সম্পাদক মানিক দাস বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে এই সংস্থা জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজে পড়া এমনকী ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন জেলার এমন অনেক মেধাবী ছাত্রছাত্রীদেরও প্রয়োজনীয় বইপত্র ও পড়ার সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে।’’ ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্যামল মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক (জেলাপরিষদ) বিধান রায়, জেলা স্কুলের শিক্ষক সারথি দাস-সহ বহু বিশিষ্ট মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Book distribution Suri Manik Das Birbhum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE