Advertisement
E-Paper

টুকরো খবর

বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শরীরে অ্যাসিড ছুড়ে হামলার অভিযোগে গ্রেফতার হল স্বামী। নলহাটির শীতলগ্রামের বাসিন্দা তরুণ ফুলমালি নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হলে দু’দিন পুলিশ হেফাজত হয়। রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার আটকুলা গ্রামের ঘটনা। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার পেশায় গ্যারাজ মিস্ত্রি তাঁর স্বামী তরুণ ফুলমালিকে গ্রেফতার করেছে।

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ০১:০২

ধৃতের পুলিশ হেফাজত

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শরীরে অ্যাসিড ছুড়ে হামলার অভিযোগে গ্রেফতার হল স্বামী। নলহাটির শীতলগ্রামের বাসিন্দা তরুণ ফুলমালি নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হলে দু’দিন পুলিশ হেফাজত হয়। রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার আটকুলা গ্রামের ঘটনা। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার পেশায় গ্যারাজ মিস্ত্রি তাঁর স্বামী তরুণ ফুলমালিকে গ্রেফতার করেছে। রাতেই জখম অবস্থায় ওই মহিলাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল সূত্রের খবর, অ্যাসিডে মহিলার মুখ ও বুকের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। চক্ষু বিশেষজ্ঞ সুব্রত কর বলেন, “মহিলার দু’ চোখের কর্নিয়াই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে তাঁর দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনাও রয়েছে।” এ দিনই তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বীরভূমের পুলিশ সুুপার অলোক রাজোরিয়া বলেন, “ঠিক কে অ্যাসিড ছুড়েছেন, তা এখনও স্পষ্ট নয়।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত এক বছর ধরে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। বছর ৩৫-এর ওই মহিলা শ্বশুরবাড়ি ছেড়ে দুই ছেলেকে নিয়ে তিনি পাশের গ্রামে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মহিলা বর্তমানে স্থানীয় পঞ্চায়েতে অস্থায়ী কর্মীর কাজ করে সংসার চালান। ওই মহিলা ক্ষোভের সুরে বলেছিলেন, “বিয়ের পর থেকেই স্বামী আমাকে সন্দেহের চোখে দেখেন। তিন ছেলেমেয়ের মা হওয়ার পরেও সেই সন্দেহ যায়নি। মেয়ের বিয়ের পর থেকে স্বামীর সন্দেহবাতিকতা চরমে পৌঁছয়। ন’মাস আগে তিনি তাঁকে আলাদা করে দেন।”

আদ্রা ও রঘুনাথপুরে দরজা ভেঙে চুরি

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

দিনের আলোয় বন্ধ ঘরের দরজা ভেঙে চুরির ঘটনা হল আদ্রায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আদ্রার বেনিয়াসোলের অরবিন্দ পল্লিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে দুই ভাই ও এক ভাইয়ের স্ত্রী থাকেন। দুই ভাই শেখর বসু ও সমীর বসু রেলকর্মী এবং সমীরবাবুর স্ত্রী মিতাদেবী স্থানীয় কালিকেন্দ গ্রামের প্রাথমিক স্কুল শিক্ষিকা। তিনজনে রাজে বেড়িয়ে যাওয়ার পরে চুরি হয়। আলমারি ভেঙে দুষ্কৃতীরা লুঠপাট চালায়। সমীরবাবু বলেন, “বাড়ি থেকে বেরোনোর সময় পিছনের দরজা ভিতর থেকে বন্ধ করে সামনের দরজায় তালা দিই। পরে বাড়ি ফিরে সামনের দরজা খুলে ঢুকতে গিয়ে দেখি, ভিতর থেকে বন্ধ। পিছনের দিকে গিয়ে দেখি দরজা ভাঙা। দু’টি আলমারি ভাঙা, অন্য আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে।” তাঁদের দাবি, আলমারিতে রাখা তিনজনের বেতনের টাকা, মিতাদেবীর কয়েক ভরি সোনা-রুপোর গয়না ইত্যাদী দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে।” খবর পেয়ে পুলিশ তদন্তে যায়। অন্য দিকে, সোমবার সকালে রঘুনাথপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় একই কায়দায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীর দাবি ঘটনার সময়ে তাঁরাও বাড়িতে ছিলেন না। পিছনের দরজা ভেঙে আলমারি থেকে টাকা ও গয়না নিয়ে যায় দুষ্কৃতীরা। আদ্রা ও রঘুনাথপুর শহরে চুরি শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সবিস্তারে দেখতে ক্লিক করুন

সংস্কারের দাবিতে পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

পুরুলিয়া শহরের রাস্তাঘাটের সংস্কারের দাবিতে মঙ্গলবার এস সি সেন রোড অবরোধ করল সিপিএমের পুরুলিয়া শহর জোনাল কমিটি। দলের কর্মী-সমর্থকেরা মানভূম ক্রীড়া সংস্থার মাঠের সামনে রাস্তার উপরে বসে পড়েন। সকাল সাড়ে ৮টা থেকে শহরের স্টেশনমুখী এই রাস্তা আটকে যাওয়ায় অবরোধে আটকে পড়েন অনেক মানুষ। সংগঠনের সম্পাদক কৌশিক মজুমদার বলেন, “শহরে রাস্তাঘাটের বেহাল দশা। পুরসভা সব জেনেও হাত গুটিয়ে বসে রয়েছে। তাই আমরা বিভিন্ন রাস্তায় অবরোধ করে পুরসভার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।” পুরসভা সূত্রে জানানো হয়েছে, রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার ডাকা করা হয়েছে।

যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর

এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সোমনাথ বন্দ্যোপাধ্যায় (৩২)। রঘুনাথপুর থানার মৌতোড় গ্রামে তাঁর বাড়ি। তিনি রঘুনাথপুর পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, খাবারে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। দেহটির ময়নাতদন্ত করা হয়।

ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম

ছ’বছরের এক বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বারো বছরের এক কিশোরের বিরুদ্ধে। মাড়গ্রাম থানা এলাকার ঘটনা। সোমবার রাতে মাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ওই বালিকার বাবা। পুলিশে দায়ের করা অভিযোগে ওই নাবালিকার বাবা জানিয়েছেন, ৮ অগস্ট সকালে পড়শি কিশোর খেলাচ্ছলে তাঁর মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ওই কিশোরের সন্ধানে তল্লাশি চালানো হয়।

ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

নলহাটি ১ ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে মঙ্গলবার নলহাটির বাউটিয়া হাইস্কুল মাঠে হয়ে গেল ব্লকের স্কুল ভিত্তিক কবাডি এবং খো খো প্রতিযোগিতা। ব্লকের ১৬টি দল যোগ দিয়েছিল। ছেলে ও মেয়েদের কবাডিতে (১২ বছর) এবং খো খো-তে (১২ থেকে ১৪ বছর) ছেলে-মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় সুলতানপুর হাইস্কুল। ১৯ বছর পর্যন্ত খো খো-তে চ্যাম্পিয়ন হয় কয়থা হাইস্কুল।

ফের হুমকি জরিনাদের

নিজস্ব সংবাদদাতা • লাভপুর

ফের জরিনার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল খুনে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে লাভপুরেরই একটি গ্যারাজে মোটরবাইক সারাতে যান জরিনা বিবির নাতি সানোয়ার শেখের ছেলে ইব্রাহিম। তখন সেখানে আড্ডা দিচ্ছিলেন জরিনা বিবির তিন ছেলে খুনে অভিযুক্ত আলো শেখ, আমজাদ শেখরা। ইব্রাহিমের অভিযোগ, “তাঁরা বলেন, খুব বেড়েছিস। বাড় ঘুচিয়ে দিচ্ছি। সানোয়ার, মজল, জামালকেও খুব শীঘ্রই সরিয়ে দিচ্ছি।” এত পরেই ইব্রাহিমকে নিয়ে লাভপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বোন টুম্পা খাতুন। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ২০১০ সালে লাভপুরেরই নবগ্রামে বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে খুন হন জরিনার তিন ছেলে। অভিযোগ ওঠে বিধায়ক এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

নিখোঁজ বাবা

নিজস্ব সংবাদদাতা • লাভপুর

চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ক্যানসার আক্রান্ত বাবা। রেল পুলিশের কাছে করা নিখোঁজ ডায়েরির ৭ দিন পরেও বাবার সন্ধান পাননি লাভপুরের ইন্দাস গ্রামের জয়ন্ত মণ্ডল। রেল পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ অগস্ট প্রৌঢ় বাবা অলোক মণ্ডলের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন জয়ন্তবাবু। হাওড়া স্টেশনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের কাছে বাবাকে এবং একটি ব্যাগ রেখে টিকিট কাটতে যান জয়ন্তবাবু। এসে দেখেন ব্যাগ পড়ে রয়েছে, বাবা নেই। পরের দিনই হাওড়া জিআরপিতে নিখোঁজ ডায়েরি করেন তিনি। জয়ন্তবাবু আক্ষেপ, “শুধু রেল পুলিশেই নয়, রাজ্য পুলিশের বিভিন্ন থানায় বাবার খোঁজে গিয়েছি। সর্বত্রই ভাল করে খুঁজে দেখার পরামর্শ মিলেছে!” রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির খোঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃদ্ধের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ

গ্রামের পাশে মিনি চেকড্যামে মাছ ধরতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় রানিবাঁধের মিঠাআম গ্রাম লাগোয়া ওই মিনি চেকড্যাম থেকে শ্রীপতি মান্ডির (৬০) দেহ উদ্ধার হয়। স্থানীয় বারুডি গ্রামের বাসিন্দা শ্রীপতিবাবু শুক্রবার সকালে ওই মিনি চেকড্যামে মাছ ধরতে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, এ দিন বিকেলে চেকড্যামে ওই বৃদ্ধের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটি শনাক্ত করেন মৃতের স্ত্রী সুমিত্রাদেবী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাছ ধরতে গিয়ে অসাবধানে জলে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে।

বেলাইন বগি

পুরুলিয়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল নুন বোঝাই মালগাড়ির একটি বগি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ এই দুর্ঘটনা হয়। এর জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল বলেন, “আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।” আনাড়া স্টেশনে সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, ছড়রায় আসানসোল-টাটানগর মেমু প্যাসেঞ্জার, পুরুলিয়ায় ঝাড়গ্রাম-ধানবাদ প্যাসেঞ্জার থামিয়ে দেওয়া হয়। আটকে যাওয়া যাত্রীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ছড়ায়। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। খড়গপুর-হাতিয়া প্যাসেঞ্জার, বর্ধমান-পুরুলিয়া ট্রেন আদ্রা পযর্ন্ত চালানো হয়। হাতিয়া-খড়গপুর প্যাসেঞ্জার মুরির পরে এ দিন চালানো যায়নি।

ওসিদের বদল

সদাইপুর, ময়ূরেশ্বর, মাড়গ্রাম, নানুর, মুরারই এবং ইলামবাজর-সহ জেলার মোট ৬টি থানার ওসি বদল হল। ওই বদলের নির্দেশ সোমবার রাতেই সংশ্লিষ্ট থানার ওসিদের কাছে পৌঁছয়। এটি রুটিন বলদি বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy