দশম উত্তীর্ণদের চাকরির সুযোগ দেবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন। কমিশনের তরফে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কর্মস্থল তারকেশ্বর উন্নয়ন পরিষদে হতে চলেছে। শূন্যপদ তিনটি।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এই পদে আবেদনকারীদের বয়স ৩৬ বছরের মধ্যে হওয়া দরকার।
আরও পড়ুন:
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। একই সঙ্গে দশম উত্তীর্ণদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তকে ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তকে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা বেতন দেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্করা ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা প্রতি মাসের বেতন হিসাবে পাবেন। লিখিত পরীক্ষা, কম্পিউটার এফিশিয়েন্সি টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীরা অনলাইনে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য ২০০ টাকা। কবে কোথায় পরীক্ষা নেওয়া হবে, তা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট মারফত জেনে নেওয়ার সুযোগ থাকছে।