Advertisement
E-Paper

টুকরো খবর

মজুরি বৃদ্ধি, পুজোর আগে বোনাস-সহ চার দফা দাবিতে ধর্মঘট শুরু করলেন রঘুনাথপুর শহরের মুটিয়া-মজদুর ও ভ্যান চালকেরা। এই শ্রমিকদের সংগঠন ‘মুটিয়া মজদুর সংগ্রাম কমিটি’-র সম্পাদক তথা এসইউসি নেতা লক্ষ্মীনারায়ণ সিংহ বলেন, “আগে আমরা এই দাবি শহরের ব্যবসায়ী সমিতিকে জানিয়েছিলাম। সমিতির কর্তাদের সঙ্গে কয়েক বার আলোচনাও হয়েছে। কিন্তু ওঁরা দাবি না মানায় সোমবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫১

ধর্মঘটের ডাক রঘুনাথপুরে

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর

মজুরি বৃদ্ধি, পুজোর আগে বোনাস-সহ চার দফা দাবিতে ধর্মঘট শুরু করলেন রঘুনাথপুর শহরের মুটিয়া-মজদুর ও ভ্যান চালকেরা। এই শ্রমিকদের সংগঠন ‘মুটিয়া মজদুর সংগ্রাম কমিটি’-র সম্পাদক তথা এসইউসি নেতা লক্ষ্মীনারায়ণ সিংহ বলেন, “আগে আমরা এই দাবি শহরের ব্যবসায়ী সমিতিকে জানিয়েছিলাম। সমিতির কর্তাদের সঙ্গে কয়েক বার আলোচনাও হয়েছে। কিন্তু ওঁরা দাবি না মানায় সোমবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের বিজ্ঞপ্তি এ দিনই ব্যবসায়ী সমিতি ও শ্রম দফতরে জানিয়ে দেওয়া হয়েছে।” রঘুনাথপুরের সহকারী শ্রম কমিশনার সবুজকুমার ঢালি জানান, এ দিন তিনি বাইরে রয়েছেন। তবে বিষয়টি শুনেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দরকারে সব পক্ষকে নিয়ে আলোচনা করা হবে। রঘুনাথপুর শহরে মুটিয়া, মজদুর ও ভ্যানচালক মিলিয়ে প্রায় চারশো শ্রমিক রয়েছেন, যাঁরা বিভিন্ন দোকান ও গুদামে পণ্য খালাস করার পাশাপাশি লোহার রড, সিমেন্টের বস্তা ওঠানো, নামানোর কাজে যুক্ত। মুটিয়া-মজদুর সংগঠনটি এসইউসি এবং সিপিএমের মিলিত সংগঠন। শ্রমিকদের মধ্যে প্রায় সকলেই এই সংগঠনের সদস্য। লক্ষ্মীনারায়ণবাবু বলেন, “দুই বছর আগেই ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের চুক্তির পরে বস্তা পিছু ২২ থেকে ২৫ শতাংশ মজুরি বাড়ানো হয়েছিল। কিন্ত বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে আমরা দাবি করেছিলাম এই মজুরি অন্তত দ্বিগুণ বাড়াতে হবে। তা ছাড়া, পুজোর বোনাস হিসাবে এক মাসের মজুরি দিতে হবে ব্যবসায়ীদের।”এ ছাড়া মৃত্যুকালীন সুবিধা ও কাজের সময় নির্দিষ্ট করার দাবিও রয়েছে সংগঠনের। তবে সরকারি খাদ্যশস্যের গুদামগুলিতে কর্মরত শ্রমিকদের এখনই ধর্মঘটে সামিল করানো হচ্ছে না বলে মুটিয়া মজদুর সংগ্রাম কমিটির তরফে জানানো হয়েছে। রঘুনাথপুর শহর ব্যবসায়ী সমিতির পাল্টা দাবি, পুজোর সময়ে বোনাস-সহ অন্যান্য সুযোগ-সুবিধা শ্রমিকদের দেওয়া হয়। কিন্তু, এ বার তাঁরা ‘অস্বাভাবিক হারে’ মজুরি বাড়ানো ও বোনাস দেওয়ার দাবি জানানোয় সেগুলি মানা সম্ভব হয়নি।

সাঁইথিয়ায় ফের শুরু নন্দীকেশ্বরী ফুটবল

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের শুরু হল সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ৮ দলীয় নকআউট নন্দীকেশ্বরী ফুটবল প্রতিযোগিতা। কামদাকিঙ্কর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় শ্যামনগর তরুণ সঙ্ঘের মুখোমুখি হবে বর্ধমান লোকো। প্রতিযোগিতায় যোগ দেওয়া অন্যান্য দলগুলি হল কলকাতার তালতলা ইনস্টিউট, বীরভূম একাদশ, কুমারটুলি একাদশ, মহাল ফুটবল অ্যাকাডেমী, বার্ণপুর সেল এবং দমদম চিংড়িঘাটা যুব সংঘ। প্রসঙ্গত, সাতের দশকে বিশিষ্ট ক্রীড়াবিদ তথা প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রয়াত নীহার দত্তের উদ্যোগে ওই খেলা চালু হয়। তারপর নানা টানাপোড়নে বন্ধ হয়ে যায়। ২১ সেপ্টেম্বর ফাইনাল খেলা। আয়োজক সংস্থার সম্পাদক পিনাকীলাল দত্ত বলেন, “উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ১৫ এবং ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”অন্য দিকে, এ দিনই কাউন্সেলিং চলাকালীন টিএমসিপির এক কর্মীকে কাটোয়া কলেজের ভিতর মারধর করার অভিযোগ উঠল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় টিএমসিপির ওই ছাত্র রানা শেখ ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কচি শেখ-সহ ১৪ জনের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বর্তমানে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে শহর সভাপতি অমর রামের নেতৃত্বে থানায় স্মারকলিপি দেয় তৃণমূল। তাঁর অভিযোগ, গত এক বছর ধরে টিএমসিপি কর্মী-সমর্থকদের উপর বারবার হামলা চলছে।

লগ্নিকারী ও এজেন্টদের মিছিল আদ্রায়

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্ণধারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া, লগ্নিকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবিতে মিছিল করল ওই সংস্থাগুলির এজেন্ট ও লগ্নিকারীরা। সোমবার সকালের দিকে সংস্থাগুলির কর্ণধারদের নাম ও ছবি নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আদ্রায় মিছিল করে তারা। পরে রঘুনাথপুরের এসডিপিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয় সারা ভারত ক্ষুদ্র আমানতকারী ও এজেন্ট সুরক্ষা কমিটির পক্ষ থেকে। রাজ্যের অন্য এলাকার মতোই রেল শহর আদ্রা ও রঘুনাথপুর শহরে অসংখ্যা বেসরকারি অর্থলগ্নি সংস্থা গজিয়ে উঠেছিল। যার মধ্যে হাতে গোনা এক-দু’টি বাদ দিয়ে বাকি সমস্ত সংস্থার কার্যালয়গুলি বন্ধ। ফলে টাকা ফেরত পাচ্ছেন না লগ্নিকারী ও এজেন্টরা। এ দিন শতাধিক এজেন্ট ও লগ্নিকারী আদ্রা শহর ঘুরে গিয়েছিলেন রঘুনাথপুরে এসডিপিও-র কার্যালয়ে। সংগঠনটির তরফে পুলিশের কাছেও ১৯টি সংস্থার নাম দেওয়া হয়েছে, যারা বাজার থেকে একশো কোটির বেশি টাকা তুলে প্রতারণা করেছে বলে অভিযোগ। সংগঠনের তরফে আশিস দত্ত, বিশ্বজিৎ সিংহরা বলেন, “গত বছরের মে মাসের পর থেকেই সংস্থাগুলি আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে না। পরে সংস্থার কর্ণধাররা এই এলাকার কার্যালয়গুলি বন্ধ করে দিয়ে এলাকা থেকে পালিয়ে গিয়েছেন। অথচ আমানতকারীরা তাঁদের টাকা ফেরত পেতে আমাদের কাছে বারে বারে আসছেন। এই অবস্থায় আমরা সমস্যায় পড়েছি।” এ দিন এসডিপিও-র কাছে এজেন্টরা তাঁদের নিরাপত্তার দাবিতে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং সারদার মতো অন্য সংস্থাগুলি থেকে যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের টাকা ফেরত দেওয়ার দাবি প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তাঁরা। এসডিপিও পিনাকী দত্ত বলেন, “আমাদের পক্ষে যে দাবিগুলির বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব সেগুলি করা হবে। বাকি বিষয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

সচেতন করতে ভরসা নাটক

নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া

গ্রামে হাতির হামলা হলেই বাসিন্দাদের ক্ষোভ গিয়ে পড়ে বন দফতরের উপরে। এই প্রবণতা রুখতে এ বার প্রচারে নামল বাঁকুড়া উত্তর বন বিভাগ। হাতি উপদ্রুত রেঞ্জ এলাকায় পথনাটিকার মাধ্যমেই মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছেন দফতরের আধিকারিকেরা। সোমবার বড়জোড়া ব্লকের বড়জোড়া চৌমাথা, ফুলবেড়িয়া, ঘুটগোড়িয়ার মতো বেশ কিছু এলাকায় পথ নাটিকার আয়োজন করা হয়। ডিএফও (উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “হাতি প্রকৃতির একটা সম্পদ। তারা নিজের গতিতেই চলে। বন দফতরের উপরে হামলা চালালেই এই সমস্যার সমাধান হতে পারে না। মানুষকে তা বোঝাতেই আমাদের এই উদ্যোগ।” আগামী দিনে বেলিয়াতোড়, সোনামুখীর মতো হাতি উপদ্রুত রেঞ্জেও এই পদক্ষেপ করা হবে বলে ডিএফও জানান।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

সাক্ষরতা দিবসে অনুষ্ঠান মানবাজারে। নিজস্ব চিত্র।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার মানবাজার রাধামাধব বিদ্যায়তনে একগুচ্ছ অনুষ্ঠান হয়েছে। এ দিন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আর্থিক সহায়তায় একটি ছাত্রাবাস উদ্বোধন করেন স্বনিযুক্তি ও স্বনির্ভর দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। এ ছাড়া বিদ্যালয়ের ভূমিদাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা রাধামাধব নারায়ণদেবের পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করেন জেলার সাংসদ মৃগাঙ্ক মাহাতো। দীর্ঘ কয়েক দশক পরে বিদ্যালয় পত্রিকাও প্রকাশিত হয়েছে। পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন মানবাজারের বিধায়ক সন্ধ্যারাণি টুডু। স্কুল পরিচালন সমিতির সম্পাদক চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায় বলেন, “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার আলোচনাসভা হয়েছে।” সভার প্রধান বক্তা ছিলেন পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ চণ্ডীদাস মুখোপাধ্যায়। অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা নাটক পরিবেশন করে।

শর্টসার্কিটে আগুন বিএসএনএল টাওয়ারে

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

স্কুল চত্বরে থাকা একটি মোবাইল টাওয়ারে শর্ট সার্কিটের ফলে এসি মেশিনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটল। সোমবার দুপুরে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলে থাকা বিএসএনএল টাওয়ারে দুর্ঘটনাটি ঘটেছে। স্কুলের টিফিন চলাকালীন এই ঘটনায় ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রথমে স্কুল কর্তৃপক্ষ আগুন নেভায়। পরে কিছুক্ষণের মধ্যে এলাকায় দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিভিয়ে দেয়। বি এস এন এলের বিভাগীয় বাস্তুকার আতিউর রহমান বলেন, “শর্ট শার্কিটের ফলে আগুন লেগেছিল।”

মোবাইল টাওয়ারে আগুন

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

স্কুল চত্বরে থাকা একটি মোবাইল টাওয়ারে শর্ট সার্কিটের ফলে এসি মেশিনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটল। সোমবার দুপুরে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলে থাকা বিএসএনএল টাওয়ারে দুর্ঘটনাটি ঘটেছে। স্কুলের টিফিন চলাকালীন এই ঘটনায় ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রথমে স্কুল কর্তৃপক্ষ আগুন নেভায়। পরে কিছুক্ষণের মধ্যে এলাকায় দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিভিয়ে দেয়। বি এস এন এলের বিভাগীয় বাস্তুকার আতিউর রহমান বলেন, “শর্ট শার্কিটের ফলে আগুন লেগেছিল।”

দুর্ঘটনায় মৃত্যু। বালি বোঝাই ট্রাকট্ররের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী যুবকের। মৃত যুবক শিবধন মুর্মুর (৩৩) বাড়ি ঝাড়খণ্ডের পাখুরিয়া থানার বারমেসিয়া গ্রামে। সোমবার বৈধড়া-নলহাটি রাস্তার নলহাটি থানার জুঙ্গুল গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে বাসিন্দারা পথ অবরোধ করেন। পরে পুলিশ গেলে বাসিন্দারা গাড়ি ঘিরে তাঁদের বিক্ষোভ দেখান। ট্রাক্টর চালককে গ্রেফতারের দাবি জানিয়ে ঘেরাও করেন। পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

বেহাল রাস্তা সংস্কারের দাবি

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

বছর দশেক আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ময়ূরেশ্বর থানা এলাকার বেলিয়া-বহড়া সড়ক। কিন্তু তারপর থেকেই উপযুক্ত সংস্কারের পরিবর্তে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। এরফলে ১৯ কিমি দীর্ঘ ওই রাস্তা ভেঙ্গে যায়। শুধু যানবাহনই নয়, এখন ওই রাস্তা মানুষ চলাচলেরও অযোগ্য হয়ে পড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনা হল, লোকপাড়া থেকে বেলিয়া পর্যন্ত কিলোমিটার পাঁচেক রাস্তার অবস্থা চরম বেহাল। পীচ পাথর উঠে গিয়ে কার্যত খানা খন্দে পরিণত হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে হামেশাই ওই রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। কিন্তু রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। অথচ ওই রাস্তাটি মুর্শিদাবাদ জেলারও অন্যতম যোগসূত্র। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের কল্যাণী দাস বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য আমরা ইতিমধ্যেই জেলা পরিষদের দৃষ্টি আর্কষণ করেছি।” জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান বলেন, “রাস্তাটির ব্যাপারে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেব।”

পড়ুয়াদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা • নানুর

নানুরে তোলা নিজস্ব চিত্র।

আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে নানুর থানার পক্ষ থেকে এলাকার ২৫টি স্কুলের ২৫ জন মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হল সোমবার। অনুষ্ঠানে হাজির ছিলেন বোলপুরের এসডিপিও সূর্যপ্রসাদ যাদব, নানুরের সিআই অজয়শঙ্কর চট্টোপাধ্যায়, ওসি মাধব মণ্ডল, বিধায়ক গদাধর হাজরা, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্তা মাঝি প্রমুখ। এসডিপিও জানান, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের পুলিশ ভীতি কাটাতেই এই উদ্যোগ।

শিক্ষক সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

৩৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিল তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির রামপুরহাট মহকুমা শাখা। রবিবার রামপুরহাট হাইস্কুলে ওই অনুষ্ঠান হয়। সংগঠনের রামপুরহাট মহকুমা সভাপতি সন্দীপকুমার মণ্ডল বলেন, “এ দিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি প্রাথমিক, এমএসকে শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।”

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy