Advertisement
E-Paper

টুকরো খবর

এ বার কংগ্রেসের দখলে থাকা দুনিগ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির দুনিগ্রাম পঞ্চায়েতে সোমবার প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা সংক্রান্ত সভা ছিল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ সদস্যের দুনিগ্রাম পঞ্চায়েতে সোমবার ১০ জন সদস্যের উপস্থিতিতে প্রধান অপসারিত হন। পঞ্চায়েত নির্বাচনের সময় দলগত অবস্থান ছিল কংগ্রেস ৯, তৃণমূল ৪, সিপিএম ৩ এবং নির্দল ১।

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৭

অনাস্থায় কংগ্রেসের হাতছাড়া পঞ্চায়েত

নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম

এ বার কংগ্রেসের দখলে থাকা দুনিগ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির দুনিগ্রাম পঞ্চায়েতে সোমবার প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা সংক্রান্ত সভা ছিল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ সদস্যের দুনিগ্রাম পঞ্চায়েতে সোমবার ১০ জন সদস্যের উপস্থিতিতে প্রধান অপসারিত হন। পঞ্চায়েত নির্বাচনের সময় দলগত অবস্থান ছিল কংগ্রেস ৯, তৃণমূল ৪, সিপিএম ৩ এবং নির্দল ১। তাদের পাল্লা ভারি থাকায় কংগ্রেস প্রধান হন হুমায়ুন কবীর। কিন্তু ৩০ অগস্ট দুনিগ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৯ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। তার আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূলের ৪ সদস্য। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছিলেন সিপিএম ২ এবং কংগ্রেসের ৪ সদস্য। সোমবার তৃণমূলে যোগ দেওয়া প্রধান-সহ কংগ্রেসের ৪ জন সদস্য উপস্থিত থাকলেও প্রধান উপস্থিত ছিলেন না। প্রধানকে নিয়ে কংগ্রেসের পাঁচ জন সদস্য উপস্থিত ছিলেন না। ছিলেন না সিপিএমের ১ এবং ১ নির্দল সদস্য। তৃণমূল নেতা ত্রিদীব ভট্টাচার্য বলেন, “প্রধান-সহ সকলকে অনাস্থা সংক্রান্ত সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু সকলে আসেননি কেন সেটা দেখা হচ্ছে।” প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হয় নি।

সিপিএমের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

জেলায় পুলিশ-প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। তাই পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার দাবি জানিয়ে নলহাটি থানায় স্মারকলিপি দিল জেলা বামফ্রন্ট। সোমবার সকালে নলহাটি থানায় স্মারকলিপি জমা দেওয়ার আগে শহরের আজিমগঞ্জ রেলগেট থেকে বামফ্রন্ট কর্মী-সমর্থকেরা মিছিল করে শহর পরিক্রমা করেন। পরে নলহাটি থানার সামনে জমায়েত করে বক্তব্য রাখেন বামফ্রন্টের জেলা নেতৃত্ব। জমায়েতে নলহাটির বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়, সিপিএমের জেলা কমিটির সদস্য মতিউর রহমানরা বক্তব্য রাখেন। দীপক চট্টোপাধ্যায় বলেন, “জেলাতে পুলিশ অফিসার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় মারা যাচ্ছেন। থানার ভিতরে ঢুকে তৃণমূল নেতা পুলিশকে মেরে চলে যাচ্ছে। অথচ শাসকদলের অঙ্গুলি হেলনে কাজ করতে গিয়ে আজ বড় অসহায় পুলিশ।” দীপকবাবুর বক্তব্যকে সমর্থন জানিয়ে সিপিএম নেতা মতিউর রহমান বলেন, “পুলিশ-প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করুন। আমরা তাদের পাশে আছি।” দীপকবাবুদের অভিযোগ, তৃণমূল নেতাদের দাদাগিরির দাপটে নলহাটি থানায় অভিযোগ জানানোর আগে তারা সালিশি বসিয়ে অনেক ঘটনা জনসমক্ষে আসতে দিচ্ছে না। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। পক্ষপাতের অভিযোগ ঠিক নয়।

পচা দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

দরজা ভেঙে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে নলহাটি থানার কুরুমগ্রাম থেকে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম গণেশ লেট (৪৬)। বাড়ি কুরুমগ্রামের লেটপাড়ায়। ওই যুবককে তিন দিন আগে বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল। কিন্তু তার পরে দেখা যায়নি। এ দিন বাসিন্দারা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পান। সন্দেহ হলে ঘরের জানলা ভেঙে দেখেন ওই যুবক মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।

স্মারকগ্রন্থ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

প্রয়াত অধ্যাপক ভবতোষ দত্তের স্মারক গ্রন্থ প্রকাশ হল সোমবার। এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে অনুষ্ঠানটি হয়। ‘পরম্পরা’ নামে একটি প্রকাশনা সংস্থা এই গ্রন্থের প্রকাশনা করে। ‘মনীষা ও মনীষী’ নামে অধ্যাপক ভবতোষ দত্ত স্মারক সংকলন সম্পাদনা করেছেন অধ্যাপক অমল পাল।

আদিবাসীদের দাবি

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

সমাজবিরোধীদের অবিলম্বে গ্রেফতার করা, শাসকদলের হয়ে পুলিশের একাংশের পক্ষপাতমূলক আচরণ বন্ধ করা- সহ একাধিক দাবিতে বোলপুরের এসডিপিও দফতরে স্মারকলিপি দিল জেলা আদিবাসী গাঁওতা। জেলা আদিবাসী গাঁওতার বোলপুর মহকুমা এলাকার শতাধিক মহিলা সোমবার দুপুরে একটি মিছিল করেন শহরে। এ দিন তাঁরা বোলপুরের এসডিপিও সূর্যপ্রতাপ যাদবের দফতরে স্মারকলিপি দেন। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে ভর্তি সুনীতি চট্টরাজ

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জেলার প্রাক্তন কংগ্রেস নেতা সুনীতি চট্টরাজ। সোমবার রাত সাড়ে ৭টা নাগাদ তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, এ দিন রক্তবমি হওয়ার পরে ৭২ বছরের সুনীতিবাবু অসুস্থ হয়ে পড়েন। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক। সোনাদা নামে বেশি পরিচিত, পেশায় আইনজীবী সুনীতিবাবু চার বারের কংগ্রেস বিধায়ক ছিলেন। ১৯৭২ সালে তিনি সিউড়ি থেকে প্রথম বার বিধায়ক নির্বাচিত হন। সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি দেড় বছরের জন্য সেচ ও বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রীও হন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল গঠন করার পরে সুনীতিবাবু কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে সেখানে যোগ দেন। উপ-নির্বাচনে অবশ্য সিপিএমের কাছে তাঁকে হারের মুখ দেখতে হয়।

পাকা রাস্তার দাবি ময়ূরেশ্বরে

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

মোরাম ও মাটির রাস্তা প্রায়ই বেহাল হয়ে পড়ে। দুর্ভোগ পোহাতে হয় এলাকার বাসিন্দাদের। তাই ময়ূরেশ্বর থানার গোপীনাথপুর-উঁচপুর রাস্তা পাকা করার দাবি তুলেছেন তাঁরা। গোপীনাথপুর দয়াময়ীতলা থেকে উঁচপুর বাসস্ট্যান্ড পর্যন্ত কিলোমিটার চারেক ওই রাস্তা দিয়ে ৮-১০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। মাঠ থেকে ফসল আনতেও রাস্তাটি স্থানীয় কৃষিজীবিদের অন্যতম ভরসা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তাটি পাকা করা হলে সংলগ্ন বেলিয়া-বহড়া এবং রামনগর-কোটাসুর সড়কের যোগসূত্রও তৈরি হবে। সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের কল্যাণী দাস বলেন, “গ্রামবাসীরা লিখিত ভাবে দাবির বিষয়টি জানালে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।”

প্রতিবাদ যাত্রা

আইএনটিএউসি’র পক্ষ থেকে সারদাকাণ্ডে জড়িত সমস্ত তৃণমূল নেতা-মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দবিতে জেলা জুড়ে প্রতিবাদ শুরু করল কংগ্রেস। সোমবার সকালে রামপুরহাট শহরে প্ল্যাকার্ড, ট্যাবলো প্রতিবাদ শুরু করেন কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। শহর পরিক্রমার পরে রামপুরহাট ১ ব্লক এবং রামপুরহাট ২ ব্লকের বিভিন্ন গ্রাম ওই গাড়ি যায়। জেলা জুড়ে ওই গাড়ি ঘুরবে বলে জানিয়েছেন আইএনটিইউসির জেলা সভাপতি মিল্টন রসিদ।

মেডিক্যালে গোলমাল, আটক রোগীর আত্মীয়

হাসপাতালের জুনিয়ার ডাক্তারের উপর হামলার অভিযোগ উঠল বাঁকুড়া মেডিক্যালে। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়াল। খবর পেয়ে পুলিশ গিয়ে হামলার অভিযোগে এক রোগীর আত্মীয়কে আটক করেছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, এ দিন হাসপাতালের বার্ন ইউনিটে এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। অভিযোগ রোগিণীর আত্মীয়েরা বার্ন ইউনিটের পরিকাঠামোর হাল নিয়ে ক্ষোভ প্রকাশ করে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁকে মারধরেরও চেষ্টা চলে বলে অভিযোগ। ওই চিকিৎসকের দাবি, “রোগিণীর আত্মীয়েরা জানলা কেন ভাঙা তা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করছিলেন। তাঁদের শান্ত হতে বললে উল্টে আমাকে মারতে আসেন। নার্সরা এসে আমাকে বাঁচান।” অন্য চিকিৎসকেরা হামলার অভিযোগে একজনকে আটকে রেখে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পরে জুনিয়ার ডাক্তাররা হাসপাতালের নিরাপত্তার অভাব নিয়ে ফের সরব হয়েছেন। রাতে হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “জুনিয়ার ডাক্তারদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলছি।”

গৃহীত হল না ইস্তফা

প্রধান শিক্ষকের ইস্তফাপত্র গ্রহণ করল না স্কুলের পরিচালন সমিতি। সাঁতুড়ির ঢাকশিলা হাইস্কুলের টিচার-ইন-চার্জের বিরুদ্ধে দেড় মাসেও দায়িত্ব বুঝিয়ে না দেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র না দেওয়ার অভিযোগ তুলে ইস্তফা দিতে চেয়ে পরিচালন সমিতিকে চিঠি লিখেছিলেন প্রধান শিক্ষক গণেশ মণ্ডল। সেই প্রেক্ষিতে সোমবার দুপুরে স্কুলে আলোচনায় বসেছিলেন পরিচালন সমিতির সদস্যেরা। পরিচালন সমিতি সূত্রের খবর, ওই ইস্তফাপত্র গ্রহণ না করার পক্ষেই সদস্যেরা মত দেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর টিচার-ইনচার্জ তরুণকান্তি মুখোপাধ্যায় প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে দেবেন। প্রধান শিক্ষক বলেন, “আমার ইস্তফাপত্র গৃহীত হয়নি। তবে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তাই আমিও সিদ্ধান্ত থেকে সরে এসেছি। ঠিক করেছি, এই স্কুলেই কাজ করব।” যদিও টিচার-ইনচার্জ আগেই জানিয়ে দিয়েছেন, তিনি প্রধান শিক্ষককে প্রায় সবই বুঝিয়ে দিয়েছেন। যে টুকু বাকি আছে তাও বুঝিয়ে দেবেন।

হদিস নেই গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন মধ্য চল্লিশের এক বধূ। খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁর পরিবারের লোকজন। বাঁকুড়া শহরের রামপুর মনোহরতলার বধূ মীরা সাঁতরা ৯ অগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এর পর বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডায়েরি হয় তাঁর পরিবারের তরফে। কিন্তু কোনও খোঁজ মেলেনি।

দুর্ঘটনায় মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ভোরে আড়শা থানার ধানাড়া মোড়ের কাছে, পুরুলিয়া-জামশেদপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মারা যান স্থানীয় পাতুয়াড়া গ্রামের বাসিন্দা নন্দলাল মাঝি (৪২)।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy