Advertisement
E-Paper

টুকরো খবর

পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্রই তৃণমূল ক্ষমতায়। তবুও সম্প্রতি একটি সমবায় সমিতির নির্বাচনে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূলের কয়েকশো সদস্য ও সমর্থকরা বুধবার পুঞ্চার ল্যাম্পস অফিসের সামনে কয়েক ঘণ্টা অবস্থান বিক্ষোভ করলেন। পুঞ্চার পঞ্চায়েত অফিসের সামনে বৃহদায়তন বহুমুখী কৃষি সমবায় সমিতি-র (ল্যাম্পস) অফিসটি রয়েছে। রবিবার এই সমবায় সমিতির নির্বাচনে সিপিএম জয়লাভ করে।

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৪ ০০:৪১

নির্বাচনে কারচুপির নালিশ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্রই তৃণমূল ক্ষমতায়। তবুও সম্প্রতি একটি সমবায় সমিতির নির্বাচনে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূলের কয়েকশো সদস্য ও সমর্থকরা বুধবার পুঞ্চার ল্যাম্পস অফিসের সামনে কয়েক ঘণ্টা অবস্থান বিক্ষোভ করলেন। পুঞ্চার পঞ্চায়েত অফিসের সামনে বৃহদায়তন বহুমুখী কৃষি সমবায় সমিতি-র (ল্যাম্পস) অফিসটি রয়েছে। রবিবার এই সমবায় সমিতির নির্বাচনে সিপিএম জয়লাভ করে। ৪৮টি আসনের মধ্যে সিপিএম ২৬টি ও তৃণমূল ২২টি আসন পায়। স্বাভাবিক ভাবে সিপিএম এই সমিতির বোর্ড গঠনের অপেক্ষায় রয়েছে। পুঞ্চার তৃণমূল নেতা তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃষ্ণপদ মাহাতো জানান, সদস্য সংখ্যা বেশি হওয়ায় ওইদিন সাতটি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, “বরাকচা বুথে নির্বাচনের দায়িত্বে ছিলেন সিপিএমের সমর্থক কিছু কর্মী। আমাদের ভুল বুঝিয়ে কারচুপি করে তাঁরাই আমাদের প্রার্থীকে হারিয়ে দেন।” এর পরেই তাঁরা কারচুপির অভিযোগ তোলেন। তাঁরা বরাকচা বুথে ফের ভোট নেওয়ার দাবি জানিয়েছেন। সিপিএমের পুঞ্চা জোনাল সম্পাদক বিপত্তারণ শেখরবাবু দাবি করেছেন, “ওই সমিতির সদস্যদের মধ্যে আমাদের সমর্থক বেশি। এ কারণেই আমরা ২৬টি আসন পেয়ে বোর্ড গঠন করতে চলেছি। এর আগেও সমিতি আমাদের দখলে ছিল।” তাঁর কটাক্ষ, হারের যন্ত্রণা সহ্য করতে না পেরে তৃণমূলের লোকজন বিক্ষোভ অবস্থানের নাটক করছেন। পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “আমি খোঁজ নিয়ে জেনেছি ওই সমবায় সমিতির নির্বাচন নিয়ম মেনেই হয়েছে।”

বিস্ফোরণে ধৃতের পুলিশি হেফাজত

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

তৃণমূল নেতার বাড়ির সামনে রাখা মোটরবাইকে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত কাজল ঘোষকে বুধবার দুর্গাপুর আদালতে তোলা হল। বিচারক জামিন না মঞ্জুর করে অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পাণ্ডবেশ্বরের আলি নগরের বাসিন্দা তৃণমূল নেতা ভীমসেন ঘোষ অভিযোগ করেন, রবিবার গভীর রাতে তাঁর পাঁচিল ঘেরা বাড়ির উঠোনে রাখা মোটরবাইকে বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। এর জেরে মোটরবাইকটি ক্ষতিগ্রস্ত হয়। ডিটোনেটরের সঙ্গে তারের সংযোগ করে বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশকে জানান তিনি। ঘটনার তদন্তে যান কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব, এসিপি সুব্রত ধর। মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামেরই বাসিন্দা কাজল ঘোষকে গ্রেফতার করে পুলিশ।

ডাইনি অপবাদে মহিলাকে মার

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

ডাইনি অপবাদে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে পুরুলিয়া মফস্সল থানা এলাকার পেটাডি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ১০ অক্টোবরের। ওই দিন সকালে এই গ্রামেরই বাসিন্দা মুসুরি মুদি তাঁর নাতিকে নিয়ে মুদিখানা থেকে মালপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখন এই মহিলারই পড়শি পশুপতি মুদি তাঁকে লোহার রড দিয়ে মারধর করে। মহিলা লুটিয়ে পড়লে তাঁকে প্রথমে চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলার মাথায় ও বাঁ পায়ে আঘাত রয়েছে। মুসুরিদেবীর স্বামী শ্রীকান্ত মুদির অভিযোগ, তাঁর স্ত্রীকে ডাইনি অপবাদেই মারধর করা হয়েছে। অভিযোগ, প্রথমে ঘটনাটিকে লঘু করে দেখে স্থানীয় টামনা পুলিশ ফাঁড়ির কর্মীরা। পরে জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমারের কাছে অভিযোগ হওয়ায় বুধবার অভিযুক্ত পশুপতিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অবশ্য দাবি, এটি পারিবারিক বিবাদের ঘটনা। এর সঙ্গে ডাইনি অপবাদ দেওয়ার কোনও সম্পর্ক নেই।

প্রতারণার অভিযোগে ধৃত

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

‘সিভিক ভলান্টিয়ার’ দাবি করে এলাকার দুই যুবকের কাছে টাকা তোলার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম সুকান্ত প্রধান। বাড়ি নানুর থানার দাশকল গ্রামে। শান্তিনিকেতন বাগানপাড়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। সেই সূত্রে এই এলাকা সম্পর্কে খোঁজ খবর ভাল ছিল ওই যুবকের। তবে সুকান্ত একা নয়, ওই দলে আরও অনেকে রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন এলাকায় বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকজন যুবক নিজেদের সিভিক ভলান্টিয়ার দাবি টাকা তুলছিলেন। ইতিমধ্যেই দুই যুবকের কাছে হাজার দু’য়েক টাকা তোলার অভিযোগ পেয়েছে পুলিশ। ওই অভিযোগ পাওয়ার পর, শান্তিনিকেতন তদন্ত কেন্দ্রের আইসির একটি দল ফাঁদ পেতেছিলেন। আর ওই ফাঁদে বুধবার ধরা পড়ে ওই যুবক। পুলিশের দাবি, যুবকের কাছ থেকে আরও কয়েক জনের নাম মিলেছে।

মেসের ঘরে ছাত্রীর দেহ

মেসের ঘর থেকে মিলল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, ইন্দ্রাণী মন্ডল (১৭) নামে ওই স্কুলছাত্রীর বাড়ি রঘুনাথপুর থানা এলাকার আগুইবাড়ি গ্রামে। সে পুরুলিয়া শহরের একটি স্কুলের একাদশ শ্রেণিতে পড়ত। পড়াশোনার জন্যই সে শহরের সুফলপল্লি এলাকার একটি মেসে থাকত। মঙ্গলবার সন্ধ্যায় মেসের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে, অন্য কোনও কারণ এর পিছনে রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের কাছে মেয়েটির পরিবারের তরফে কোনও অভিযোগও করা হয়নি। অন্য দিকে, বলরামপুর থানার ডুংরিডি গ্রাম থেকেও বুদ্ধেশ্বরী টুডু (২০) নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকেই মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ মেলে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় মৃত্যু

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায় মৃতের নাম রামপ্রসাদ বৈরাগ্য (৩৪)। বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গোপালপুর গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, রামপুরহাট থানার জয়রামপুর সেতুর কাছে। পেশায় স্থানীয় একটি চালকলের কর্মী রামবাবু ওই দিন সন্ধ্যায় সাইকেল করে মল্লারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পিছন দিক থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

কৃষকসভার মিছিল

‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও’ দাবিকে সামনে রেখে গ্রামে গ্রামে মিছিল ও পথসভা কর্মসূচি শুরু করল বাঁকুড়া জেলা কৃষকসভা। বৃন্দাবনপুর, গদারডিহি, বেলিয়াতোড় ও পখন্না পঞ্চায়েতে বুধবার মিছিল ও পথসভা হয় বলে জানিয়েছেন সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী।

বৃত্তি পরীক্ষা শুরু

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত ২০১৪ সালের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার অন্যতম পরিদর্শক রঙ্গলাল কুমার জানান, ১৩ অক্টোবর জেলার ৫০টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। চলবে ১৭ অক্টোবর অবধি। মোট ৪,৩২৫ জন চতুর্থ শ্রেণির পড়ুয়ারা পরীক্ষায় অংশ নিচ্ছে।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy