Advertisement
E-Paper

টুকরো খবর

এক সপ্তাহের মধ্যে পরপর ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা ঘটল বড়জোড়ায়। শনিবার রাতে বড়জোড়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের মন্দিরের দরজার তালা ভেঙে একটি পাম্পসেট ও পাইপ চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার সকালে এই চুরির ঘটনাটি মন্দির কর্তৃপক্ষের নজরে আসে। পরে বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঙ্ঘের সম্পাদক সমীরকুমার পান্ডে জানান, মন্দির সংস্কারের কাজ চলছে।

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫০

মন্দিরে চুরি বড়জোড়ায়

নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া

এক সপ্তাহের মধ্যে পরপর ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা ঘটল বড়জোড়ায়। শনিবার রাতে বড়জোড়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের মন্দিরের দরজার তালা ভেঙে একটি পাম্পসেট ও পাইপ চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার সকালে এই চুরির ঘটনাটি মন্দির কর্তৃপক্ষের নজরে আসে। পরে বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঙ্ঘের সম্পাদক সমীরকুমার পান্ডে জানান, মন্দির সংস্কারের কাজ চলছে। মন্দিরের মধ্যেই জল তোলার জন্য একটি পাম্পসেট মেশিন ও পাইপ ছিল। শনিবার রাতে মন্দিরের দরজার তালা ভেঙে ওই পাম্পসেট মেশিনটি এবং পাইপ চুরি করেছে দুষ্কৃতীরা। মাস তিনেক আগেও ওই মন্দিরের বাইরে থাকা বৈদ্যুতিক আলোর যাবতীয় সরঞ্জাম ভেঙেচুরে নষ্ট করে পালিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও অবশ্য কোনও লাভ হয়নি। দুষ্কৃতীদের ধরা তো দূরের কথা, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাও চিহ্নিত করতে পারেনি পুলিশ। বড়জোড়া শিল্পাঞ্চলে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দু-একটা ঘটনার কিনারা পুলিশ করতে পেরেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক অবশ্য দাবি করেন, যে কোনও অপরাধের ঘটনা ঘটলেই তার কিনারা করে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলে। বড়জোড়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মন্দিরের দরজার তালা ভেঙে পাম্পসেট মেশিন চুরির তদন্ত চলছে।

বধূ খুনের নালিশ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

পারিবারিক বিবাদের জেরে বৌদিকে খুন করার অভিযোগে দেওর-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। আদ্রার ঘোড়াকাটা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল নিহত অঞ্জনা টুডুর (৪২) দেওর দশরথ মাঝি, তাঁর স্ত্রী সর্বস্বতী মাঝি ও তাঁদের ছেলে প্রদীপ মাঝি। রবিবার সকালে ঘোড়াকাটা গ্রাম থেকেই তাদের ধরেছে পুলিশ। এ দিন ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক দশরথকে পুলিশি হেফাজত ও বাকি দু’জনকে জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দশরথের সাথে পারিবারিক বিবাদ ছিল দাদা মনোহর টুডুর। সেই বিবাদই তুঙ্গে উঠেছিল শনিবার রাতে। অভিযোগ তারই জেরে বাড়িতে রাখা শিলনোড়া দিয়ে অভিযুক্তেরা চড়াও হয় অঞ্জনাদেবীর উপরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়। মৃতার স্বামী মনোহরবাবু ওই তিনজনের বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ করেন।

পুড়ে মৃত্যু

আগুনে পুড়ে মৃত্যু হল এক নাবালিকার। মৃত তুলা বাউরির (১৩) বাড়ি রঘুনাথপুর থানার মৌতোড়ডাঙা গ্রামে। শনিবার পুরুলিয়া হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, সম্প্রতি বাড়িতেই অগ্নিদগ্ধ হয় তুলা। প্রথমে তাকে ভর্তি করা হয়েছিল রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। পরে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সহবাসের নালিশ

নিজস্ব সংবাদদাতা • বোরো ও হুড়া

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ দায়ের করলেন দুই তরুণী। রবিবার বোরো থানায় এক তরুণী অভিযোগে জানিয়েছেন, এক বছর আগে বর্ধমানে ইটভাটায় কাজ করতে গিয়ে বরাবাজার থানা এলাকার এক যুবকের সাথে তাঁর ঘনিষ্ঠতা হয়। সেই তরুণী এখন অন্তঃসত্ত্বা। কিন্তু ওই তরুণ বিয়ে করতে নারাজ। উল্টে সেই যুবক অন্যত্র বিয়ে করার চেষ্টা করছে। শনিবার হুড়া থানায় এক তরুণী অভিযোগ করেছেন, তাঁর গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সর্ম্পক। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও সেই যুবক বিয়ে করতে অস্বীকার করছে। দু’টি ক্ষেত্রেই পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। সন্ধান চলছে।

আলোচনাসভা

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

ইতিহাসের আলোয় বাঁকুড়া শীর্ষক আলোচনাসভা হয়ে গেল বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে। রবিবার ওই আলোচনায় বক্তব্য রাখেন চিত্তরঞ্জন দাশগুপ্ত, কান্তি হাজরা, হরিপ্রসন্ন মিশ্র, অঞ্জন বন্দ্যোপাধ্যায় ও প্রণব হাজরা প্রমুখ। কিছুক্ষণ এই আলোচনাসভায় ছিলেন দুই অতিথি রোম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিয়ারলুইগি লুইসি ও ফ্রান্স কনসুলেটর অ্যালিয়াঁজ ফ্রসেঁ-র (ফরাসি ভাষা শিক্ষাকেন্দ্র) অধিকর্তা স্টিফেন আমালির। দু’জনেই বিষ্ণুপুরের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও সঙ্গীতের প্রসঙ্গ তুলে ধরেন।

বধূর ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস লাগানো এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম সরলা রুহিদাস (২৭)। বাড়ি মানবাজার থানার বামনি গ্রামে। তাঁর একটি সাড়ে চার বছরের ছেলে রয়েছে। সরলার বাবা সুভাষ রুহিদাস পুলিশকে জানিয়েছেন, রঘুনাথপুরের খাজুরা গ্রামে ৮ বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। স্বামীর সাথে অশান্তির কারণে পাঁচ বছর ধরে সরলা এখানে বাপের বাড়িতে ছিলেন। কী ভাবে তাঁর মৃত্যু হল পরিষ্কার নয় পরিবারের কাছেও।

ওলগাড়ায় পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

জয়পুরে কাজ করতে গিয়ে নাকাল হওয়া মানবাজার ২ ব্লকের ওলগাড়া গ্রামের শিশুশ্রমিকদের খোঁজ নিল মানবাধিকার সংগঠন সিপিডিআর-এ কর্মীরা। রবিবার তাঁরা ওই গ্রামে যান। জেলা কমিটির অন্যতম কর্তা আজিজুল হক, তপন রজক বলেন, “ উদ্ধার করলেও প্রশাসন ওই শিশুদের পাশে এখন দাঁড়ায়নি। এমনকী ওই কাণ্ডে যাদের নাম জড়িয়েছে, তাদেরও ধরেনি পুলিশ।”

বিক্ষোভ-মিছিল

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

বিশ্বভারতীর বিদ্যালয় স্তরের পড়ুয়াদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে অভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে এ বার সরব হলেন অভিভাবক ও প্রাক্তনীদের একাংশ। রবিবার বিকেলে পূর্বপল্লির মাঠে দফায় দফায় বৈঠক করেন তাঁরা। সন্ধ্যায় মিছিল করার পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তবে এ দিনের বিক্ষোভ-মিছিলে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাজির যোগ দিয়েছিলেন।

দাদার হাতে ভাই খুন

বচসার জেরে দাদার হাতে খুন হলেন ভাই। শনিবারের রাতে মুরারই থানার গোয়ালমাল গ্রামের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম কঙ্ক কোনাই (৩৫)। অভিযুক্ত দাদা সত্যবান কোনাই পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পারিবারিক অনুষ্ঠানে এসে বোন কার বাড়িতে খাওয়া দাওয়া করবে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। একই বাড়িতে আলাদা আলাদা ভাবে থাকতেন কঙ্ক-সহ তাঁর আরোও তিন ভাই। শনিবার রাতে পারিবারিক এক অনুষ্ঠানে অনেকের সঙ্গে কঙ্কর এক বোন এসেছিলেন। দাদা সত্যবানের সঙ্গে ভাই কঙ্ক মদ্যপ অবস্থায় একপ্রস্থ বচসা হয়। পরে রাতের খাওয়ার সময় বোন কার বাড়িতে খাওয়া দাওয়া করবে সেই নিয়ে বচসা শুরু হয়। একসময় হাতাহাতিও হয়। সত্যবান ধারালো অস্ত্র দিয়ে কঙ্কর বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কঙ্কর স্ত্রী প্রতিমা ভাসুর সত্যবানের বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, সত্যবানের খোঁজ চলছে।

জয়ী তৃণমূল

স্কুল পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধির প্রথম নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার রামপুরহাটের ৯ নম্বর ওয়ার্ডে বামনীগ্রাম এলাকার শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ জুনিয়র বিদ্যালয়ে নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ২-১ আসনে জয়ী হন। প্রধান শিক্ষক চিত্তপ্রিয় মণ্ডল জানান, এই প্রথম অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৫ জন অভিভাবক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে সিলেকশন পদ্ধতিতে পরিচালন কমিটি গঠিত হত। তৃণমূল সমর্থিত ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বামফ্রণ্ট সমর্থিত ৩ জন প্রার্থী ছিলেন। ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বামফ্রণ্ট সমর্থিত প্রার্থী।

দুর্ঘটনায় মৃত্যু

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বধূর। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাট হাসপাতাল সংলগ্ন এলাকায়। পুলিশ জানায় মৃতার নাম তনুজা বিবি (২৪)। বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মোবারকপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে রামপুরহাট এসেছিলেন তনুজা দেবী। জাতীয় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রামপুরহাট হাসপাতাল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে চায়ের গুমটিতে ধাক্কা মেরে তাঁকে ধাক্কা মারে।

নতুন ভবন

রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রামপুরহাট মহকুমাশাসকের প্রশাসনিক কার্যালয় ভবনের পাশে ওই ভবনের উদ্বোধন হয়। ছিলেন জেলা পুলিশ সুপার ছাড়া রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস সহ-মহকুমার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy