Advertisement
E-Paper

টুকরো খবর

পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের পরে এ বার বরাবাজারের কলেজ। বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি ফের টিএমসিপি-র বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ তুলল। কলেজ নির্বাচনকে কেন্দ্র করে আগে টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে গোলমাল বাধত। এ বার টিএমসিপি-র সঙ্গে এবিভিপি-র গোলমাল শুরু হয়েছে। মঙ্গলবার পুঞ্চায় ভোটার তালিকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছিল টিএমসিপি-র ছেলেদের বিরুদ্ধে। বুধবারও গোলমাল হল।

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০০:০৮

বরাবাজার কলেজে গোলমাল

নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের পরে এ বার বরাবাজারের কলেজ। বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি ফের টিএমসিপি-র বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ তুলল। কলেজ নির্বাচনকে কেন্দ্র করে আগে টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে গোলমাল বাধত। এ বার টিএমসিপি-র সঙ্গে এবিভিপি-র গোলমাল শুরু হয়েছে। মঙ্গলবার পুঞ্চায় ভোটার তালিকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছিল টিএমসিপি-র ছেলেদের বিরুদ্ধে। বুধবারও গোলমাল হল। এ বার বরাবাজারের কলেজে। বরাবাজার কলেজের বিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া প্রমথ মণ্ডল অভিযোগ করেছেন, “আমরা এভিবিপি-র তিন সদস্য কলেজে ভোটার তালিকা আনতে গিয়েছিলাম। কলেজে ঢোকার পরই টিএমসিপি-র কয়েকজন সদস্য আমাদের ঘিরে ধরে। আমরা কেন এসেছি জানাতে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেয়।” তিনি জানান, তাঁরা কোনওরকমে ওদের নাগাল থেকে পালিয়ে বেঁচেছেন। বরাবাজার কলেজের এভিবিপি-র সভাপতি রসরাজ মাহাতো বলেন, “টিএমসিপি আমাদের ভোটে আটকাতে অশান্তি পাকাবে বলে আশঙ্কা ছিলই। এখন দেখছি তাই হচ্ছে। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের দাবি জানাব সর্বত্র।” তিনি জানান, বরাবাজারের ঘটনায় পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছেন। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে আগামী ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন হবে। ১৩-১৫ ডিসেম্বর মনোনয়নপত্র তোলার ও জমা দেওয়ার দিন। পুলিশ অবশ্য জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ হয়নি। টিএমসিপি-র পুরুলিয়া জেলা সভাপতি নিরঞ্জন মাহাতো অভিযোগ অস্বীকার করেছেন।

রাস্তা বেহাল, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

সংস্কারের অভাবে বেহাল অবস্থা সেতু এবং ওই সেতু সংলগ্ন রাস্তা। সাঁইথিয়া ইউনিয়ানবোর্ড মোড় থেকে ময়ূরাক্ষী নদীর নতুন সেতুর অপর প্রান্ত পর্যন্ত বেহালের কারণে ওই পথ দিয়ে হেঁটে চলাই দায়। কিন্তু ওই পথ ছাড়া আর কোনও উপায় নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা থেকে পথচারী সকলেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যখনই রাস্তা সারানোর কথা বলা হয়, তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয় বর্ষার পর সারানো হবে। কিন্তু বাস্তবে আর হয় না। সাঁইথিয়া থেকে বহরমপুর, তারাপীঠ, রামপুরহাট, রামনগর বা মহম্মদবাজার, সিউড়ি, দুমকা ইত্যাদি রাস্তাগুলির সঙ্গে সংযোগকারি পথ হল সাঁইথিয়া ইউনিয়ানবোর্ড মোড় থেকে নতুন ব্রিজ হয়ে ওপারে যাওয়ার ওই রাস্তাটি। বাসিন্দাদের দাবি, কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তা তো নয়ই নতুন ব্রিজও সংস্কার করা হয়নি। স্বাভাবিক ভাবেই রাস্তা ও সেতু খানাখন্দে ভরে গিয়েছে। সেতুর উত্তর পাড়ের বাগডাঙা মোড়ের মিষ্টি ব্যবসায়ী নবকুমার মণ্ডল, সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুলের শিক্ষক সিন্ধু সা, অসিত চট্টোপাধ্যায়, নাট্যকর্মী সুব্রত ঘটক, দৈকোটা গ্রামের শশধর দে বলেন, “সেতু ও সেতুর দু’পারের রাস্তার যা হাল চলাই দায়। রাস্তা সারানোর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন জানানো হয়েছে। গত বর্ষার আগে থেকে পূর্তদফতর (সড়ক)-এর তরফে জানানো হচ্ছে, বর্ষার পর রাস্তা ও সেতু সারানো বা সংস্কার করা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ ভাবে চলতে থাকলে ফের ফের বর্ষা চলে আসবে। আসল কাজটাই হবে না।” পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র দেবাশিস সরকার বলেন, “দরপত্র ডাকা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।”

দোকানে ট্রাক, আহত ৬

নিজস্ব সংবাদদাতা • বলরামপুর

চাকা ফেটে রাস্তার পাশের চায়ের দোকানে ধাক্কা মারল একটি ট্রাক। দুর্ঘটনায় আহত হলেন ছ’জন। বুধবার বিকেলে জামসেদপুর-পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের উপর বলরামপুর থানা এলাকার নামশোলে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের প্রথমে বলরামপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু’জনকে প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়। চারজনের আঘাত গুরুতর হওয়ায় পরে তাঁদের পুরুলিয়ায় পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বিকেলে নামশোল মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে বেশ কয়েকজন বসেছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। বলরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুদীপ মাহাতো জানিয়েছেন, বিকেলে অন্য দিনের মতোই ওই দোকানে চা-তেলেভাজা খাবার জন্য বেশ কয়েকজন বসেছিলেন। সেই সময় জামসেদপুরের দিকে থেকে পুরুলিয়ামুখী একটি ট্রাকের সামনের চাকা ফেটে যায়। তারপরেই ট্রাকটি ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, আহতেরা সকলেই ওই চায়ের দোকানে বসেছিলেন।

শহরে চুরি

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটল পুরুলিয়া শহরে। ৪ নম্বর ওয়ার্ডের মিশন রোডের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার যে বাড়ি থেকে রাতে দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে সেই বাড়ির মালিক হাওড়ায় থাকেন। স্থানীয় বাসিন্দা কানন মাহাতো বাড়িটির দেখভাল করেন। বুধবার সকালে তিনি দেখেন, দরজা ভাঙা। তাঁর অভিযোগ, “সকালে গিয়ে দেখি বাড়ির সদরের দরজা ভাঙা। ভিতরে মোটরবাইক রাখা ছিল, সেই বাইকও নেই। ঘরের ভিতরে জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। আলমারিও ভাঙা। পরিষ্কার বোঝা যাচ্ছে আলমারি থেকেও কিছু জিনিসপত্র চুরি গিয়েছে।”. এরপরই তিনি হাওড়ায় থাকা বাড়ির মালিককে ও পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুরুলিয়া সদর থানা থেকে পুলিশ সেখানে তদন্তে যায়। এলাকাটি পুরুলিয়া সদর ও পুরুলিয়া মফস্‌সল থানা এলাকার সংযোগস্থলে। পুলিশেকে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গত ক’দিন ধরেই এলাকায় এলাকায় চোরের উপদ্রব বেড়েছে।

ট্রাক্টরে আগুন

নিজস্ব সংবাদদাতা • ইন্দাস

বিদ্যুতের তারের স্পর্শে আগুন লাগল ধানবোঝাই একটি ট্রাঙ্করে। ভস্মীভূত হয়ে গেল কয়েক কাহন ধান। গুরুতর জখম হলেন ওই ট্রাক্টরের আরোহী তিন যুবক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ইন্দাসের কেনেটি গ্রামের কাছে। ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে জানান, মাঠ থেকে ধান নিয়ে ওই ট্রাক্টরটি বাজিতপুর যাচ্ছিল। কেনেটি মোড়ের কাছে রাস্তার পাশের একটি বিদ্যুতের তারে ধানের বোঝা স্পর্শ হতেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। ট্রাক্টর থেকে ওই যুবকরা নেমে পড়লেও আগুনে ততক্ষণে তাঁদের দেহের কিছুটা পুড়ে যায়। আহতেরা হলেন কেনেটি গ্রামের অশোক দে, বাজিতপুর গ্রামের বাবুসোনা মাঝি ও সাহেব মাঝি। তাঁদের উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গ্রেফতারের দাবি। সারদা-কাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার মেজিয়ার জপমালিতে পথসভা করল বিজেপি। উপস্থিত ছিলেন দলের জেলা মুখপাত্র অজয় ঘটক-সহ স্থানীয় নেতৃত্ব।

রেললাইনে দু’টি দেহ

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

রেল লাইনের পাশ থেকে এক মহিলা-সহ দু’জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার রাত ও বুধবার দেহ দু’টি পুরুলিয়া-কোটশিলা এবং পুরুলিয়া-আদ্রা শাখা থেকে উদ্ধার করা হয়। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার পুরুলিয়া-কোটশিলা শাখার জয়পুর স্টেশনের অদূরে পূর্ণিমা মুখোপাধ্যায় (৩২) নামে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তিনি জয়পুর থানার কড়কড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে পুরুলিয়া-আদ্রা শাখার পুরুলিয়া ও ছড়রা স্টেশনের মাঝে সুমন মাহাতো (১৭) নামে এক কিশোরের দেহ উদ্ধার করা হয়। ওই কিশোর পুরুলিয়া মফস্‌সল থানা এলাকার ঘঙা গ্রামের বাসিন্দা। দু’টিই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে রেলপুলিশ। তবে মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy