Advertisement
০৪ মে ২০২৪

চাকা ফেটে জমিতে উল্টে গেল বাস, আহত ৬০

দ্রুতগতিতে যাওয়ার সময় চাকা ফেটে রাস্তার পাশে মাঠে উল্টে পড়ল যাত্রিবাহী একটি বেসরকারি বাস। মৃত্যু হল ওই বাসের এক আরোহীর। আহত হয়েছেন ওই বাসের তিন-কর্মী সহ প্রায় ৬০ জন যাত্রী।

নিজস্ব সংবাদদাতা
তালড্যাংরা ও মানবাজার শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০০:১১
Share: Save:

দ্রুতগতিতে যাওয়ার সময় চাকা ফেটে রাস্তার পাশে মাঠে উল্টে পড়ল যাত্রিবাহী একটি বেসরকারি বাস। মৃত্যু হল ওই বাসের এক আরোহীর। আহত হয়েছেন ওই বাসের তিন-কর্মী সহ প্রায় ৬০ জন যাত্রী। বুধবার সকালে বাঁকুড়ার তালড্যাংরা থানার ছাগুলিয়া গ্রামের কাছে ফকিরডাঙার জঙ্গলে, তালড্যাংরা–বিষ্ণুপুর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা, পরে তালড্যাংরা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম ভূষণ কিস্কু (৬৫)। তাঁর বাড়ি তালড্যাংরার কাদামাড়া গ্রামে। আহতদের অধিকাংশকে তালড্যাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। কয়েকজনকে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকটি শিশু ও মহিলা রয়েছেন। ১৬ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজন তালড্যাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালড্যাংরা থেকে ওই বাসটি এ দিন বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৭টা নাগাদ ছাগুলিয়ার কাছে ফকিরডাঙার জঙ্গলে রাস্তায় বাসের পিছনের চাকা ফেটে যায়। এরপর গাড়ির যন্ত্রাংশ ভেঙে রাস্তার পাশে জঙ্গলের মাঠে উল্টে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তার উপর দিয়ে বাসটি জোরেই যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ কানে আসে। দেখি বাসটা রাস্তার পাশে উল্টে গিয়েছে।’’ তিনি জানান, বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের আর্ত চিৎকারে গ্রামের মানুষ দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। আহত যাত্রীদের উদ্ধার কাজে নেমে পড়েন তাঁরা। খবর পেয়ে পুলিশকর্মী, ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা আহত যাত্রীদের দ্রুত উদ্ধারে হাত লাগান।

ওই বাসের যাত্রী তালড্যাংরার কাদামাড়া গ্রামের সুবোধ কিস্কুর কথায়, “বাসে বেশ ভিড় ছিল। হঠাৎ একটা জোরালো শব্দ শুনলাম। তারপর মুহূর্তের মধ্যে বাসটা জোরে ঝাঁকুনি দিয়ে কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে উল্টে গেল।” পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর তাদের অনুমান, দ্রুত গতিতে যাওয়ার সময় বাসের চাকা ফাটার পাশাপাশি যন্ত্রাংশ ভেঙে যায়। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি আটক করা হয়েছে।

অন্যদিকে, বুধবার বিকেলে মানবাজারের দাসপাড়ায় বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ওই মহিলা জল নিয়ে রাস্তা পার হওয়ার সময় পুরুলিয়া থেকে মানবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জখম হন। তাঁকে প্রথমে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বাসটি আটক করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tyre burst injured bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE