Advertisement
১৮ মে ২০২৪

মারের অভিযোগ, পথ অবরোধ

ছোট গাড়ির এক কর্মীকে মারধরের অভিযোগে মানবাজারের ইন্দকুড়িতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে এর জেরে প্রায় দু’ ঘণ্টা যান চলাচল ব্যাহত থাকে।

নিজস্ব সংবাদদাতা
মানবাজার শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০১:৩০
Share: Save:

ছোট গাড়ির এক কর্মীকে মারধরের অভিযোগে মানবাজারের ইন্দকুড়িতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে এর জেরে প্রায় দু’ ঘণ্টা যান চলাচল ব্যাহত থাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মানবাজার বাসস্ট্যান্ডে বাসের যাত্রীদের ছোট গাড়িতে তোলা হচ্ছে, এই অভিযোগে বাসের কর্মীরা ছোট গাড়ির এক কর্মীকে মারধর করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইন্দকুড়িতে গিয়ে দেখা গেল, কয়েকটি ছোট গাড়ি রাস্তার উপরে আড়াআড়ি রাখা। কিছু কর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। ছোট গাড়ির কর্মী সঞ্জয় বাউরির অভিযোগ, মিথ্যা অভিযোগে বুধবার কিছু বাস কর্মীরা তাঁকে মাটিতে ফেলে মারধর করে। দোষীদের শাস্তির দাবিতে অবরোধ করা হচ্ছে বলে তাঁর দাবি।

মানবাজারের ইন্দকুড়ি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অবরোধের জেরে প্রচুর গাড়ির রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে। ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা। মানবাজারের বাসিন্দা পুরুলিয়ার নিত্যযাত্রী গৌতম গঙ্গোপাধ্যায় এবং অজিত বাউরি বলেন, ‘‘আজ আর অফিস যাওয়া হয়ে উঠবে না হয়তো। কতক্ষণে অবরোধ উঠবে কিছু বুঝে উঠতে পারছি না।

অবশ্য কিছুক্ষণ পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে ইন্দকুড়িতে অবরোধ উঠলেও মানবাজার বাসস্ট্যান্ড থেকে বাস আসতে না থাকায় সমস্যা দেখা দেয়। পুলিশ খোঁজ নিতে বাসস্ট্যান্ডে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দকুড়িতে যানজটে ফেঁসে যাওয়ার ভয়ে ওই সময় বাসগুলি স্ট্যান্ডেই অপেক্ষা করছিল। পরে পুলিশি আশ্বাসে কর্মীরা বাস নিয়ে বের হন। বিডিও (মানবাজার ১) সত্যজিৎ বিশ্বাস বলেন, ‘‘মানবাজার বাসস্ট্যান্ডে বিভিন্ন কারণে প্রায়ই ঝামেলা লেগে থাকে। এই ঘটনার পরে দু’পক্ষকে ডেকে পাঠিয়েছি।’’ তিনি জানান, স্ট্যান্ডের নির্দিষ্ট আচরণ বিধি গড়ে তুলতে নিয়ম বেঁধে দেওয়ার পরিকল্পনা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Blockade Assult
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE