Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Gangrape

Shantiniketan rape case: হাসপাতালে গিয়ে শান্তিনিকেতনে নির্যাতিতার সঙ্গে কথা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন

নির্যাতিতার সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে অনন্যা বলেন, ‘‘এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তবে আশা কথা হল, সবক্ষেত্রেই পুলিশ দ্রুত কাজ শুরু করছে। আমার আশা, বোলপুরের ঘটনায় অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে।’’

নির্যাতিতার সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে অনন্যা চক্রবর্তী

নির্যাতিতার সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে অনন্যা চক্রবর্তী নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ২১:১৭
Share: Save:

শান্তিনিকেতনে নির্যাতিতা নাবালিকার সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি বোলপুর মহকুমা হাসপাতালের সুপারের ঘরে ওই নাবালিকার সঙ্গে কথা বলেন। তার পর গ্রামেও যান তিনি।

নির্যাতিতার সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে অনন্যা বলেন, ‘‘এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তবে আশা কথা হল, সবক্ষেত্রেই পুলিশ দ্রুত কাজ শুরু করছে। আমার আশা, বোলপুরের ঘটনায় অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে।’’

বৃহস্পতিবার রাতে বীরভূমের শান্তিনিকেতন থানার বড়োভাঙা গ্রামে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তাকে তিন-চার জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ ইতিমধ্যেই তিন জনকে চিহ্নিত করেছে। ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gangrape Shantiniketan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE