হিমঘর থেকে আলু বার করার জন্য সরকার নির্ধারিত সময়সীমার শেষ দিন ছিল সোমবার। সূত্রের খবর, এ দিন বাঁকুড়ার প্রায় কোনও হিমঘরই খালি হয়নি। জেলা কৃষি বিপণন দফতরের আধিকারিক মহম্মদ আকবর আলি বলেন, “হিমঘর মালিকদের সঙ্গে আমার কথা হয়েছে। আলু বার করতে না পারার জন্য তাঁরা কর্মিসঙ্কটের কথা বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।”
হিমঘর মালিক সমিতির জেলা সভাপতি দিলীপ চট্টোপাধ্যায় বলেন, “আমরা রাজ্য সরকারকে আগেই জানিয়েছি, এত কম সময়ের মধ্যে সব আলু বার করা সম্ভব নয়। জেলার ৪৭টি হিমঘরে এই মুহূর্তে আড়াই হাজার টন আলু মজুত রয়েছে। সব হিমঘরে পর্যাপ্ত কর্মীও নেই। হিমঘরের মালিকেরা ঠিক করেছেন, দ্রুত আলু বার করে নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন।”
বিষ্ণুপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের একটি হিমঘরের চেয়ারম্যান পার্থ মণ্ডল বলেন, “হিমঘরে এখনও ২৯ হাজার প্যাকেট আলু রয়েছে। দৈনিক তিন-চার হাজার প্যাকেট বেরোচ্ছে। যা পরিস্থিতি, তাতে এখনও অন্তত দশ দিন সময় লাগবে সব আলু বার করতে।”